ফাতিমা তাসনিম জুমা
আসল শিবির হইল আমার মা, জোর করে বোরকা পরায়
- বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশঃ ০২:৫০ পিএম, ০৪ অক্টোবর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক নেতা ফাতিমা তাসনিম জুমা আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় এসেছেন। শিবির প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি পরিচিত মুখে পরিণত হন এবং বিতর্কের কেন্দ্রবিন্দুতেও থাকেন।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে জুমা নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেন। সেখানে ক্যাপশনে লেখেন, আসল শিবির হলো আমার মা, বাড়ি এলে জোর করে বোরকা পরায়। মুহূর্তের মধ্যেই তার এই মন্তব্য ভাইরাল হয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ডাকসু নির্বাচনের সময় থেকেই জুমা ছিলেন বিশেষভাবে আলোচিত। শিবিরপন্থী প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ পদে বিজয়ী হওয়ায় তার অবস্থান ও কর্মকাণ্ডকে ঘিরে ছাত্র সমাজে ব্যাপক বিতর্ক দেখা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টগুলোও প্রায়ই আলোচনার বিষয় হয়ে ওঠে।
এর আগে, গত ২০ সেপ্টেম্বর ভয়েস অব ওয়াশিংটনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের রাজনৈতিক দর্শন ও বিশ্বাস নিয়ে খোলামেলা বক্তব্য দেন।
সাক্ষাৎকারে জুমা বলেন, আমি সমান অধিকারে বিশ্বাসী নই, আমি ন্যায্য অধিকারে বিশ্বাসী। যেখানে বেশি পাই, সেখানে বেশি চাই, আর যেখানে কম পাই, সেখানে আমার অংশ গ্রহণ করতে হবে। তার এই বক্তব্যও তখন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।
রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি নিয়মিত সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার কারণে ফাতিমা তাসনিম জুমা নতুন প্রজন্মের তরুণ নেতাদের মধ্যে এক ভিন্নধর্মী পরিচিতি গড়ে তুলেছেন।