শিশু লামিয়ার বাবার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:১২ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৫

কিডনি রোগে আক্রান্ত ভ্যানচালক আব্দুর রাজ্জাকের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। আব্দুর রাজ্জাকের ছোট্ট কন্যা লামিয়া আক্তারের আবেগঘন আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর এ উদ্যোগ নেন তিনি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলীর ঢাকা হাউজিং মসজিদ এলাকায় আব্দুর রাজ্জাকের বাসায় যান বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সেখানে কিছু সময় কাটিয়ে অসুস্থ ভ্যানচালকের হাতে চিকিৎসা সহায়তা তুলে দেন তিনি।
এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতা পৌঁছে দেন এবং শিশু লামিয়া আক্তারের জন্য তার শুভকামনা জানান।
সাক্ষাৎকালে সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ ও শাহাদত হোসেন উপস্থিত ছিলেন।
কিডনি জটিলতায় ভুগছেন আব্দুর রাজ্জাক। বর্তমানে তাকে সপ্তাহে দু’বার ডায়ালাইসিস করাতে হচ্ছে। তার স্ত্রী একটি কিডনি ডোনেট করতে রাজি হলেও অর্থাভাবের কারণে প্রতিস্থাপন প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি। এ অবস্থায় শিশুকন্যা লামিয়া একটি টেলিভিশন সাক্ষাৎকারে বাবার চিকিৎসার জন্য আকুতি জানায়, যা পরে ব্যাপক আলোচনায় আসে।
তারেক রহমান বিষয়টি জানার পর আমরা বিএনপি পরিবার’-কে দ্রুত পদক্ষেপ নিতে নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় সংগঠনের প্রতিনিধি দল রাজ্জাকের সঙ্গে দেখা করে চিকিৎসা সহায়তা প্রদান করে।
আব্দুর রাজ্জাকের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়।