নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদ ইসলামী ছাত্রশিবিরের


নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদ ইসলামী ছাত্রশিবিরের

নিউইয়র্কে বাংলাদেশি মানবাধিকারকর্মী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি হামলাকে “ফ্যাসিবাদবিরোধী শক্তির ওপর হুমকি” হিসেবে আখ্যায়িত করে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে।

২৪ সেপ্টেম্বর (বুধবার) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম দাবি করেন, এই হামলার পেছনে ছিল “নিষিদ্ধ-ঘোষিত আওয়ামী সন্ত্রাসীরা”, যারা ২০১৩ সালের জুলাই মাসে গণহত্যার সঙ্গে জড়িত ছিল বলে দাবি করেছে সংগঠনটি।

বিবৃতিতে ছাত্রশিবির নেতারা বলেন, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম মুখ, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর সংঘটিত এই হামলা কোনো সাধারণ ঘটনা নয়; বরং এটি ফ্যাসিবাদবিরোধী শক্তির জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা।”

তারা আরও বলেন, “ফ্যাসিবাদবিরোধী ঐক্যের বিভাজন, আওয়ামী ফ্যাসিবাদের বিলম্বিত বিচারপ্রক্রিয়া এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় এ ধরনের ন্যক্কারজনক ঘটনা বারবার সংঘটিত হচ্ছে। সরকার এবং রাজনৈতিক দলসমূহ কোনোভাবেই এ ব্যর্থতার দায় এড়াতে পারে না।”

ছাত্রশিবিরের বিবৃতিতে আরও বলা হয়, এই হামলার ফলে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎকণ্ঠা বাড়ছে।

নেতারা বলেন, “আমরা ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।”

ছাত্রশিবির এ হামলাকে ফ্যাসিবাদবিরোধী প্রচেষ্টাকে দমন করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানায়।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×