নিউইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্ছিত করেননি: রিজভী


নিউইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্ছিত করেননি: রিজভী

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে লাঞ্ছিত করার কোনো ঘটনা ঘটেনি বলে সাফ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব প্রচার চলছে, সেগুলো ‘সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।’

বুধবার সকালে পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের নিয়ে ঢাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী এসব কথা বলেন।

তিনি বলেন, “নিউইয়র্কে মির্জা ফখরুলকে কেউ লাঞ্ছিত করেননি। তাকে নিয়ে নানা অপপ্রচার শুরু হয়েছে। সবকিছু মিথ্যা ও ভিত্তিহীন ও মনগড়া।”

রিজভী জানান, বিএনপির মহাসচিব একজন জাতীয় নেতা হিসেবে দলের প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থান করছেন। সেই প্রেক্ষাপটেই তার বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

রিজভী বলেন, “নিউইয়র্কে অন্তর্বর্তী সরকার দক্ষতা দেখাতে পারলে ফ্যাসিবাদের দোসররা এমন কর্মকাণ্ড ঘটানোর সাহস পেত না। সরকার কার্যকর পদক্ষেপ না নেওয়ায় দোসরদের প্রেতাত্মারা দেশে নামতে পারছে, বিদেশের মাটিতে কার্যক্রম চালাচ্ছে।”

মির্জা ফখরুলকে ঘিরে গুজবের জবাবে বিএনপির এই নেতা বলেন, মূলত রাজনৈতিক উদ্দেশ্যেই এসব অপপ্রচার চালানো হচ্ছে, যাতে করে আন্দোলনের নেতৃত্বকে দুর্বল করা যায়। তিনি এ ধরনের প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×