‘এই সময়’-এ প্রকাশিত মির্জা ফখরুলের সাক্ষাৎকার নিয়ে বিএনপির বিবৃতি


‘এই সময়’-এ প্রকাশিত মির্জা ফখরুলের সাক্ষাৎকার নিয়ে বিএনপির বিবৃতি

ভারতের একটি শীর্ষস্থানীয় বাংলা দৈনিক পত্রিকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে প্রকাশিত একটি সাক্ষাৎকারকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন ও গঠনমূলক মিথ্যা’ বলে কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে বিএনপি।

২৪ সেপ্টেম্বর বুধবার দলটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, কলকাতাভিত্তিক দৈনিক ‘এই সময়’ পত্রিকায় সম্প্রতি “নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল” শিরোনামে যে সাক্ষাৎকার ছাপা হয়েছে, তা সত্যের সঙ্গে কোনোভাবেই সংগতিপূর্ণ নয়।

বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, “সম্প্রতি বিএনপি মহাসচিব কোনো বিদেশি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেননি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে গঠিত এই ভুয়া সাক্ষাৎকার কেবল দলের ভাবমূর্তি নষ্ট করার ষড়যন্ত্র।”

বিবৃতিতে আরও দাবি করা হয়, এই ধরনের মনগড়া বক্তব্যের পেছনে মূল উদ্দেশ্য হলো জনমনে বিভ্রান্তি তৈরি করা এবং রাজনৈতিকভাবে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করা। দলটি মনে করে, এ ধরনের ‘কল্পনাপ্রসূত’ প্রতিবেদন দেশের নাগরিক ও বিএনপির নেতা-কর্মীদের বিভ্রান্ত করতে ব্যর্থ হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×