তাসনিম জারাকে নিয়ে নীলা ইসরাফিলের ফেসবুক স্ট্যাটাস


তাসনিম জারাকে নিয়ে নীলা ইসরাফিলের ফেসবুক স্ট্যাটাস

জনসম্মুখে প্রশংসিত হলেও, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারার সাহস নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে তাসনিমের সাহসিকতাকে 'প্রদর্শনী সাহস' বলে আখ্যায়িত করেছেন তিনি।

বুধবার, ২৪ সেপ্টেম্বর নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে নীলা লেখেন, “তাসনিম জারা, আজ যাকে ঘিরে করতালি, আলোচনার ঝড়। তার নিঃস্বার্থ উচ্চারণের জন্য প্রশংসা হচ্ছে, তিনি সাহসী, এ কথা শুনে মানুষের মুখ ভরে যাচ্ছে। আমিও বলি, হ্যাঁ, আপনি সাহসী। তবে সেই সাহস কি নিছক ক্যামেরার সামনে দাঁড়িয়ে বুলি আওড়ানো পর্যন্ত সীমাবদ্ধ?”

স্ট্যাটাসে নিজের অভিজ্ঞতার কথাও শেয়ার করেন নীলা ইসরাফিল। তিনি দাবি করেন, একসময় নাগরিক কোয়ালিশনের একটি অনুষ্ঠানে, ডেইলি স্টারের অফিসে ভয়াবহ এক ঘটনার কথা তিনি তাসনিমকে জানিয়ে সাহায্য চেয়েছিলেন। তবে তার অভিযোগ, তাসনিম সেদিন কোনো সহমর্মিতা দেখাননি।

নীলা লিখেছেন, “একদিন নাগরিক কোয়ালিশনের প্রোগ্রামে, ডেইলি স্টারের অফিসে আমি ভীষণ অসহায় অবস্থায় তুষারের ভয়ংকর ঘটনার কথা খুলে বলেছিলাম। কান্নাভেজা কণ্ঠে আপনার কাছে সাহায্য চেয়েছিলাম। আমি চেয়েছিলাম একজন নারী হিসেবে আপনি অন্তত আমার পাশে দাঁড়ান। কিন্তু কী করলেন আপনি? ঠান্ডা নীরবতা। ফাঁপা প্রতিশ্রুতি। চোখ ফেরানো।”

তিনি আরও বলেন, বর্তমানে অনেকেই তাকে প্রশ্ন করেন কেন তিনি তাসনিমের পাশে দাঁড়িয়েছিলেন, যখন বিপদের সময় তাসনিম তার পাশে ছিলেন না। এ বিষয়ে নিজের হতাশা প্রকাশ করে তিনি লেখেন, “এই প্রশ্নের জবাব দেওয়া আমার জন্য যন্ত্রণাদায়ক, কারণ সত্যিই আমি আপনার পাশে দাঁড়িয়েছি, তবুও আপনি আমার জন্য একটিবারও এগিয়ে আসেননি।”

তাসনিম জারার সাহসের প্রকৃত স্বরূপ নিয়েও প্রশ্ন তোলেন নীলা। তিনি লেখেন, “তাসনিম জারা, আপনি সাহসী, কিন্তু সেই সাহস আসলেই সাহস? নাকি কেবল প্রদর্শনী সাহস? মঞ্চে দাঁড়িয়ে হাততালি কুড়ানোর সাহস? জনতার সামনে ইমেজ তৈরির সাহস? অন্যায়ের সময় চুপ থাকার সাহস?”

তাসনিমের রাজনৈতিক চরিত্র নিয়েও তিনি মন্তব্য করেন, “এটাই কি আপনার রাজনৈতিক চরিত্র? যেখানে সত্য চাপা পড়ে সুবিধার নিচে? যেখানে অন্যের কান্না চাপা পড়ে আপনার নির্লিপ্ত নীরবতায়? যেখানে একজন নারী হয়েও নারীর পাশে না দাঁড়ানোই হয় মূল দর্শন?”

নিজের ক্ষোভের জায়গা থেকে আরও বলেন, “তাসনিম জারা, আপনি মুখে শক্ত, কিন্তু কাজে দুর্বল। আপনি কণ্ঠে সাহসী, কিন্তু হৃদয়ে কাপুরুষ। ইতিহাস এ চেহারাকে চিহ্নিত করবেই, কারণ ইতিহাস ভণ্ডামিকে কখনো ক্ষমা করে না।”

নীলা ইসরাফিলের মতে, তাসনিমের নীরবতা কেবল তার ব্যক্তিগত নয়, বরং পুরো রাজনৈতিক মূল্যবোধের দেউলিয়াপনার প্রতিফলন। “আপনার কথিত সাহস যদি সত্যিই সাহস হতো, তবে আপনি আমার পাশে দাঁড়াতেন, নীরবতা নয়, একটি অবস্থান নিতেন। কিন্তু আপনি চুপ ছিলেন।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমানের প্রশংসাই একদিন পরিণত হতে পারে কটাক্ষে। “আজ মানুষ আপনাকে সাধুবাদ দিচ্ছে, প্রশংসা করছে। কিন্তু একদিন এই প্রশংসাই রূপ নেবে ব্যঙ্গচিত্রে।”

স্ট্যাটাসের শেষ অংশে তাসনিম জারার নীরবতাকে 'শিকল' আখ্যা দিয়ে নীলা লেখেন, “তাসনিম জারা, আপনার এই নীরবতা আপনারই শিকল। আপনি যতই আধুনিকতার মুখোশ পরুন, যতই শক্তিশালী ভঙ্গিতে দাঁড়ান, ইতিহাস আপনাকে মনে রাখবে নীরব, সুবিধাবাদী, মুখোশধারী নারী হিসেবে। শুধুমাত্র উচ্চ শিক্ষিত হলেই হয় না সঙ্গে মানবিক হতে হয়। আর আপনি একজন মানবিক নারী নন।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×