৩৯ শতাংশ ভোটার মনে করেন সরকার গঠন করবে বিএনপি: জরিপ


৩৯ শতাংশ ভোটার মনে করেন সরকার গঠন করবে বিএনপি: জরিপ
ছবি: সংগৃহীত

নতুন প্রকাশিত একটি জরিপে দেখা গেছে, আগামী সরকার গঠনের জন্য বিএনপি সবচেয়ে যোগ্য দল বলে মনে করছেন ৩৯.১ শতাংশ ভোটার। দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী, যেটিকে সমর্থন জানিয়েছেন ২৮.১ শতাংশ ভোটার।

জরিপে আওয়ামী লীগ ১৭.৭ শতাংশ সমর্থন পেয়েছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৪.৯ শতাংশ এবং অন্যান্য দলের জন্য ১০.২ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন। এ জরিপে দেখা গেছে, এনসিপির সমর্থন কিছুটা কমলেও আওয়ামী লীগের সমর্থন বাড়ছে।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ন্যাশনাল আর্কাইভস অডিটোরিয়ামে বেসরকারি পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং-এর পরিচালিত ‘পিপলস ইলেকশন সার্ভে রাউন্ড ২–পার্ট ২’ জরিপের ফলাফল প্রকাশ করা হয়। এতে ভয়েস ফর রিফর্ম এবং বাংলাদেশ রিসার্চ এনালাইসিস এন্ড ইনফরমেশন নেটওয়ার্ক (ব্রেইন) সহযোগিতা করেছে।

জরিপের ফলাফল উপস্থাপন করেন ইনোভেশন কনসাল্টিং-এর ব্যবস্থাপনা পরিচালক মো. রুবাইয়াৎ সারোয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ এম শাহান, ভয়েস ফর রিফর্মের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর, ব্রেইনের নির্বাহী পরিচালক শফিকুর রহমান এবং ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার জাইমা ইসলাম।

জরিপে ১০,৪১৩ জন ভোটার অংশ নেন, যার মধ্যে ৬৯.৫ শতাংশ গ্রামীণ ও ৩০.৫ শতাংশ শহরের। নমুনা সংগ্রহ করা হয়েছে আটটি বিভাগ, ৬৪টি জেলা ও ৫২১টি প্রাইমারি স্যাম্পলিং ইউনিট থেকে।

ফলাফল অনুযায়ী, বিএনপির সমর্থন মার্চের ৪১.৭ শতাংশ থেকে কমে ৪১.৩০ শতাংশে নেমেছে। জামায়াতের ভোটও ৩১.৬ শতাংশ থেকে ৩০.৩ শতাংশে কমেছে। তবে আওয়ামী লীগের সমর্থন বেড়ে ১৪ শতাংশ থেকে ১৮.৮ শতাংশে পৌঁছেছে। এনসিপির সমর্থন ৫.১ শতাংশ থেকে ৪.১ শতাংশে নেমেছে, ইসলামী আন্দোলনের সমর্থন বেড়ে ৩.৯ শতাংশ হয়েছে এবং জাতীয় পার্টির সমর্থন সামান্য কমে ১ শতাংশ থেকে ০.৯ শতাংশে নেমেছে।

সিদ্ধান্তহীন ভোটারের হার বৃদ্ধি পেয়ে মার্চের ২৯.৪ শতাংশ থেকে ৩২.৬ শতাংশে দাঁড়িয়েছে।

জরিপ বিশ্লেষকরা জানিয়েছেন, বিএনপির ভোট ব্যাংক মূলত বয়সী ভোটারদের মধ্যে কেন্দ্রীভূত, জামায়াতের ভোট তরুণ ভোটারের মধ্যে বেশি এবং আওয়ামী লীগের ক্ষেত্রে মিশ্র চিত্র দেখা যায়। জেলার ভিত্তিতে ভোটের প্রবণতা অনুযায়ী, রংপুরে জামায়াত ৪৩.৪ শতাংশ, বিএনপি ৩৬.৭ শতাংশ, আওয়ামী লীগ ১.২ শতাংশ। বরিশালে আওয়ামী লীগ ৩১.৯ শতাংশ, জামায়াত ২৯.৯ শতাংশ, বিএনপি ২৮.৭ শতাংশ, এনসিপি ৩.৯ শতাংশ। চট্টগ্রামে বিএনপি ৪৯.৯, সিলেটে ৪৪.৭, ময়মনসিংহে ৪৫.৭, রাজশাহীতে ৪৪.৪, খুলনায় ৪৩.৩ এবং ঢাকায় ৪০.৮ শতাংশ ভোট পাবে।

ইনোভেশন কনসাল্টিং-এর মো. রুবাইয়াৎ সারোয়ার বলেন, মার্চের তুলনায় সেপ্টেম্বরে আওয়ামী লীগের সমর্থন ৪.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, অন্য প্রায় সব দলের সমর্থন কমেছে। তবে ইসলামী আন্দোলনের সমর্থন বেড়েছে। বয়স ও শিক্ষার ভিত্তিতে ভোটের প্রবণতাও নিরীক্ষণ করা হয়েছে। বয়স বাড়ার সঙ্গে বিএনপির ভোটার বৃদ্ধি পেয়েছে, জামায়াতের ভোট কমেছে, উচ্চশিক্ষিত ভোটারদের মধ্যে জামায়াতের পক্ষে সমর্থন বেশি।

জরিপে যারা আওয়ামী লীগকে সবচেয়ে উপযুক্ত মনে করেন তাদের মধ্যে ৪৯.৫ শতাংশ বিএনপিকে দ্বিতীয় উপযুক্ত মনে করেন। এছাড়া জামায়াত ১৭.৯, এনসিপি ৩.৪, ইসলামী আন্দোলন ১.২ এবং জাতীয় পার্টি ৮.৭ শতাংশ পছন্দ পেয়েছে।

ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রশ্নে ৭২.২ শতাংশ এবং ৬৯.০ শতাংশ মানুষ উভয় দেশের সঙ্গে সুসম্পর্ক চান। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখার প্রবণতা তুলনামূলক কম।

আগের জরিপে মূল্যস্ফীতি প্রধান উদ্বেগের বিষয় ছিল, যা ৭১.২ শতাংশ থেকে কমে ৫৪ শতাংশে নেমেছে। তবে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×