জুলাই শহীদের রক্তের দায় শোধে পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি: চরমোনাই পীর
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৯:২১ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করীম দাবি করেছেন, জুলাই মাসে শহীদ ও আহতদের রক্তের ন্যায়পরায়ণ প্রতিদান নিশ্চিত করতে আগামী জাতীয় নির্বাচন পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে অনুষ্ঠিত হওয়া উচিত।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর উত্তরা মুগ্ধ মঞ্চ চত্বরে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
চরমোনাই পীর বলেন, জুলাইয়ে হাজারো মায়ের কোল খালি হয়েছে। আমাদের সন্তানরা জীবন দিয়েছে। তাদের প্রত্যাশা ছিলো, দেশ থেকে চিরতরে স্বৈরতন্ত্র বিলোপ করা। এজন্য পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রয়োজন, যাতে কোনো পরিস্থিতিতেই স্বৈরাচার পুনরায় মাথাচাড়া দিতে না পারে।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার, গণহত্যার বিচার এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা করে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে আয়োজন করতে হবে।
ডাকসু ও জাকসু নির্বাচনের প্রসঙ্গ টেনে মুফতি রেজাউল করীম মন্তব্য করেন, যেভাবে ক্ষমতালোভীরা ভোটের মাধ্যমে মেধাবীদের লজ্জিত করেছে, তারা নিজেদের সংশোধন না করলে আগামী জাতীয় নির্বাচনে জনগণ তাদের আবারও কলঙ্কিত করবে।
সমাবেশে উপস্থিত সমর্থকরা তার এই বক্তব্যকে উদ্দীপনামূলক হিসেবে অভিহিত করেন এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।