ফার্মগেটে মেট্রোরেল দুর্ঘটনায় পথচারীর মৃত্যু, অপমৃত্যু মামলা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৬:৪০ পিএম, ২৭ অক্টোবর ২০২৫
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারীর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহত আবুল কালামের স্ত্রী আইরিন আক্তার পিয়া বাদী হয়ে মামলাটি করেছেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন জানান, রোববার রাতে আইরিন আক্তার পিয়া মামলাটি দায়ের করেন।
এদিকে, সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছেন। এতে মেট্রোরেল ও সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান যাচাইয়ের জন্য একটি কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে।
বার্তাসংস্থার প্রতিবেদনে বলা হয়, রিটে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে বিষয়টি শোনা হতে পারে।
এ ঘটনায় জানা গেছে, ফার্মগেট মেট্রো স্টেশনের পশ্চিম পাশে ৪৩৩ নম্বর পিলারের ওপর থেকে মেট্রোলাইনের শক অ্যাবজরভারের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম আজাদ (৩৫) নামে এক পথচারী রোববার দুপুরে ঘটনাস্থলেই মারা যান। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আবুল কালাম একজন ছেলে ও মেয়ের বাবা ছিলেন। তিনি সেই সময় খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
দুর্ঘটনার কারণে প্রায় আড়াই ঘণ্টা মেট্রোরেল চলাচল পুরোপুরি বন্ধ ছিল। পরে বিকেল ৩টায় উত্তরা উত্তর থেকে আগারগাঁও এবং সন্ধ্যা সোয়া ৭টায় মতিঝিল থেকে শাহবাগ অংশে মেট্রোরেল চলাচল শুরু হয়। তবে বিয়ারিং প্যাড মেরামতের জন্য আগারগাঁও থেকে শাহবাগ অংশের চলাচল বন্ধ ছিল। সোমবার সকাল ১১টা থেকে পুরো মেট্রো লাইনে চলাচল স্বাভাবিক হয়েছে।
ঘটনার পর সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রউফকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে এবং এতে এমন দুর্ঘটনা পুনরায় না ঘটার জন্য করণীয় সম্পর্কেও সুপারিশ থাকবে।