জামালপুরে অগ্নিকাণ্ডে ১৯ দোকান পুড়ে ছাই
- জামালপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৩০ পিএম, ২৭ অক্টোবর ২০২৫
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সদর এলাকায় সোমবার ভোরে বালিজুড়ি বাজারের হর্কাস মার্কেটে আগুন লেগে ১৯টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। কয়েক ঘণ্টার চেষ্টার পর মাদারগঞ্জ ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও দোকানিরা জানান, ভোরে মার্কেটের বন্ধ সার্টারের ভিতর থেকে ধোঁয়ার কুন্ডলী লক্ষ্য করেন। বিষয়টি দোকান মালিকদের জানালে অল্প সময়ের মধ্যেই আগুনের শিখা দেখা দেয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ চূড়ান্তভাবে জানা যায়নি এবং ঘটনার তদন্ত চলছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোগল মিয়া, খোকা, মোশারফসহ অনেকে জানান, “আমরা ছোট ব্যবসায়ী জীবন দিয়ে এই দোকানগুলো তৈরি করেছি। এই অগ্নিকাণ্ডে আমাদের সঞ্চিত সমস্ত সম্পদ শেষ হয়ে গেছে। এখন আমরা প্রায় পথের ধারে পড়েছি।”