সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:২২ পিএম, ২৭ অক্টোবর ২০২৫
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রী’র বিরুদ্ধে সম্পদ বিবরণী জমা না দেওয়ার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৭ অক্টোবর) কমিশনের অনুমোদনের পর মামলাটি দায়ের করা হয় বলে দুদক সূত্রে জানা গেছে।
দুদকের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, সাম্প্রতিক গণঅভ্যুত্থানের পর নাঈমুল ইসলাম খান দম্পতির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করা হয়। তদন্তের অংশ হিসেবে তাদের সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ পাঠানো হয়। কিন্তু নির্ধারিত সময়ে তারা তা জমা না দেওয়ায় দুদক আইনের বিধান অনুযায়ী মামলা করা হয়েছে।
এদিকে, নাঈমুল দম্পতির অবৈধ সম্পদ অনুসন্ধানের প্রক্রিয়াও অব্যাহত রয়েছে বলে জানায় কমিশন।
সাংবাদিক নাঈমুল ইসলাম খান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রাজনৈতিক পরিবর্তনের সময় তিনি বিগত সরকারের অন্যতম সক্রিয় মুখপাত্র হিসেবে পরিচিত ছিলেন। সরকার পরিবর্তনের পর থেকেই তার সম্পদের খোঁজে মাঠে নামে দুদক।
সম্প্রতি আদালতের আদেশে নাঈমুল ইসলাম খান, তার স্ত্রী এবং সন্তানদের নামে থাকা ১৬৩টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
এছাড়া একই দিনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ জালিয়াতির অভিযোগে সাবেক মহাপরিচালক ড. রফিকুল ইসলাম মন্ডলসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন দেয় দুদক। অভিযোগ রয়েছে, লিখিত ও মৌখিক পরীক্ষায় অকৃতকার্য ৪২ জন প্রার্থীকে বেআইনিভাবে বৈজ্ঞানিক সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছিল।