প্রতিষ্ঠানের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখার আহ্বান ফায়ার সার্ভিস ডিজির
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৫:১২ পিএম, ২৭ অক্টোবর ২০২৫
প্রতিষ্ঠানের উন্নয়ন ও সুনাম ধরে রাখতে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
সোমবার (২৭ অক্টোবর) সকালে রাজধানীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত দরবার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে ঢাকায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন বিভাগের উপপরিচালক ও জেলা কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে মহাপরিচালক বাহিনীতে তার দায়িত্বকালীন সময়ে নেওয়া নানা পদক্ষেপ ও উন্নয়ন কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। দেশের বিভিন্ন দুর্ঘটনায় উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা রাখার জন্য তিনি ফায়ার সার্ভিসের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি বলেন, “নিজস্ব স্বার্থ নয়, প্রতিষ্ঠানের স্বার্থকেই সর্বাগ্রে রাখতে হবে। তবেই এই বাহিনীর মর্যাদা আরও বাড়বে।”
শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি বেড়ে যাওয়ায় সাধারণ জনগণকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের ফায়ার সার্ভিসের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন।
দরবার শেষে মিয়ানমারে ভূমিকম্পে উদ্ধার অভিযানে অংশ নেওয়া ১০ সদস্যকে মিয়ানমার সরকারের পাঠানো স্বারক পদক তুলে দেন মহাপরিচালক। এছাড়া পেশাগত প্রতিযোগিতায় বিজয়ী ও প্রশাসনিক কাজে দক্ষতা প্রদর্শনকারী কর্মকর্তা-কর্মচারীদের হাতে সনদপত্র, ইনসিগনিয়া ও নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।
এ বছর প্রথমবারের মতো বাহিনীর সদস্যদের উৎসাহিত করতে ‘মহাপরিচালকের প্রশংসা’ শিরোনামে বিশেষ পুরস্কার চালু করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন্স অ্যান্ড মেইনটেইন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।