বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, সমুদ্রবন্দরগুলোতে সতর্কতা
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০৭:৫১ পিএম, ২৭ অক্টোবর ২০২৫
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ঝড়ের প্রভাবে দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৭ অক্টোবর) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির একটি বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মোন্থা বর্তমানে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে, যা ১২.৮° উত্তর অক্ষাংশ ও ৮৪.৮° পূর্ব দ্রাঘিমাংশে নির্ধারিত।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, দুপুর ১২টায় এর অবস্থান ছিল— চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১,৩০০ কিমি দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১,২৪৫ কিমি দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১,২০০ কিমি দক্ষিণপশ্চিমে, পায়রা সমুদ্রবন্দর থেকে ১,১৯০ কিমি দক্ষিণপশ্চিমে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আরও ঘণীভূত হয়ে ২৮ অক্টোবর সন্ধ্যা বা রাতের দিকে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। উপকূল অতিক্রমের সময় ঝড়ের কেন্দ্রের কাছাকাছি বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিমি, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিমি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে নিকটবর্তী সাগরও অত্যন্ত উত্তাল রয়েছে।
এ কারণে আবহাওয়া অধিদপ্তর সমুদ্রবন্দরগুলিকে সতর্ক করে দিয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে গভীর সাগরে না যেয়ে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলেছে। পাশাপাশি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো জাহাজকে বিপজ্জনক এলাকায় প্রবেশ না করতে সতর্ক করা হয়েছে।