আগামী নির্বাচন পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ: আইজিপি


আগামী নির্বাচন পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ: আইজিপি

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাংলাদেশ পুলিশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তবে তিনি জানিয়েছেন, এ চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর যথেষ্ট সক্ষমতা রয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে পুলিশ সদর দপ্তরের ‘হল অব প্রাইডে’ অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

বাহারুল আলম বলেন, “আগামী নির্বাচন পুলিশ সদস্যদের জন্য নিজেদের প্রতি জনগণের আস্থা পুনরুদ্ধারের এক বড় সুযোগ। অতীতে নির্বাচন ঘিরে পুলিশের ভাবমূর্তি নিয়ে যেসব নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল, তা পরিবর্তনের সুযোগ এখনই। সবাইকে সেই সুযোগ কাজে লাগাতে হবে।”

সভায় উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, এসবি প্রধান মো. গোলাম রসুল, অতিরিক্ত আইজিগণ, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব রেঞ্জ ডিআইজি ও পুলিশ কমিশনাররা। এছাড়া দেশের সব জেলা পুলিশ সুপার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন।

অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধের চিত্র তুলে ধরেন।

নির্বাচনকে সামনে রেখে পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে তৎপরতা জোরদারের নির্দেশ দেন আইজিপি। তিনি বলেন, “অস্ত্র উদ্ধারে গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর বেশি গুরুত্ব দিতে হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত পুরস্কার সম্পর্কিত প্রচারণাও বাড়াতে হবে।”

এ ছাড়া মাঠপর্যায়ের কর্মকর্তাদের গুম কমিশনে আসা অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করতে নির্দেশ দেন তিনি। বৈষম্যবিরোধী আন্দোলন থেকে উদ্ভূত মামলাগুলোও বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত ও নিষ্পত্তির আহ্বান জানান আইজিপি।

তিনি আরও বলেন, “মামলার তদন্তের গুণগত মান বাড়াতে হবে এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রদান প্রক্রিয়ায় কোনো ধরনের হয়রানি বরদাস্ত করা হবে না।”

সভায় অংশ নেওয়া পুলিশ কর্মকর্তা ও জেলা পুলিশ সুপাররা প্রশাসনিক ও অপারেশনাল বিভিন্ন বিষয়ে আইজিপির সঙ্গে মতবিনিময় করেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×