আল–আরাফাহ ব্যাংকের এমডিকে অপসারণ


আল–আরাফাহ ব্যাংকের এমডিকে অপসারণ

বেসরকারি খাতের আল–আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরমান আর চৌধুরীকে অপসারণে অনাপত্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত এপ্রিল থেকে বাধ্যতামূলক ছুটিতে থাকা ফরমানকে সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদ অপসারণের সিদ্ধান্ত নেয়। খেলাপি ঋণের তথ্য গোপন রাখা, নিয়োগ–পদোন্নতি ও অন্যান্য অনিয়মে সম্পৃক্ত থাকার অভিযোগে কেন্দ্রীয় ব্যাংক সোমবার ব্যাংকটিকে চিঠি পাঠিয়ে অনাপত্তি জানিয়েছে।

ফরমান ছাড়াও গত ১৩ এপ্রিল ব্যাংকের সিএফও মোহাম্মদ নাদিম, তথ্য প্রযুক্তি বিভাগের প্রধান আমিনুল ইসলাম ভুঁইয়া ও ট্রেজারি বিভাগের প্রধান মো. আব্দুল মবিনকেও ছুটিতে পাঠানো হয়েছিল। তবে তিনজনই এখনও ছুটিতে রয়েছেন।

গত বছরের ৫ আগস্টের পর পুনর্গঠিত পরিচালনা পর্ষদের মধ্যে আল–আরাফাহ ইসলামী ব্যাংক অন্যতম। দীর্ঘদিন ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলমের ভাই আব্দুস সামাদ লাবু। পুনর্গঠিত পরিচালনা পর্ষদ এমডি অপসারণের কারণ হিসেবে উল্লেখ করেছে— খেলাপি ঋণের তথ্য গোপন রাখা, নিরাপত্তা সঞ্চিতি না রেখে মুনাফা দেখানো, নিয়োগ–পদোন্নতিতে অনিয়ম, সিএসআর তহবিলের অপব্যবহার, বেতনের বাইরে অতিরিক্ত অর্থ ফেরত না দেওয়াসহ অন্যান্য লঙ্ঘন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, “এমডিকে অপসারণে আল–আরাফাহ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে অনাপত্তি দেওয়া হয়েছে।”

এর আগে আওয়ামী লীগ সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংক মোট ১৫টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করেছে। এর মধ্যে এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতিটি ব্যাংকের এমডিকে প্রথমে ছুটিতে পাঠিয়ে পরে অপসারণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×