ভাইস প্রেসিডেন্ট নয়, ৩য় বার প্রেসিডেন্ট প্রার্থিতার ইঙ্গিত দিলেন ট্রাম্প
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৯:০০ পিএম, ২৭ অক্টোবর ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, আগামী ২০২৮ সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা নেই তার। তবে তিনি আরও একবার প্রেসিডেন্ট পদে প্রার্থিতা করতে আগ্রহী।
সোমবার ট্রাম্প এয়ারফোর্স ওয়ান বিমান চেপে ওয়াশিংটন থেকে টোকিওর উদ্দেশে রওনা হন। সঙ্গে ছিলেন কয়েকজন সাংবাদিক। বিমানে এক সাংবাদিক তাকে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, “এটা খুবই সুন্দর। তবে আমি অন্যকিছু ভাবছি।”
সাংবাদিকের পরের প্রশ্নে তিনি বলেন, “আমি ভালোবসার সঙ্গে এটি (প্রার্থিতা) করতে চাইব। কারণ আমার কাছে সর্বকালের সেরা ফলাফল আছে।” আরেক প্রশ্নে তৃতীয়বার প্রার্থিতা বাতিল করা হবে কি না জানতে চাইলে ট্রাম্প পাল্টা জবাবে বলেন, “আমি কি কখনও তা বাতিল করেছি? আপনি বলুন, কবে বাতিল করেছি?”
যুক্তরাষ্ট্রের সংবিধানের ২২তম সংশোধনী অনুসারে কোনো নাগরিক দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট হতে পারবে না। ট্রাম্প প্রথমবার নির্বাচিত হন ২০১৬ সালে, এরপর ২০২০ সালে জো বাইডেনের কাছে হেরে যান। ২০২৪ সালে তিনি ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে পরাজিত করে ফের প্রেসিডেন্ট হন।
বর্তমান দ্বিতীয় মেয়াদ শেষ হবে ২০২৮ সালে, ফলে সাংবিধানিকভাবে ওই নির্বাচনে ট্রাম্প পুনরায় প্রার্থী হতে পারবেন না। তারপরও তিনি কয়েকবার প্রকাশ করেছেন যে, তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রার্থিতা করতে আগ্রহী। সম্প্রতি তার প্রচার-দল সমর্থকদের মধ্যে ‘ট্রাম্প ২০২৮’ নামের টুপি বিতরণ করেছে।
এক সাংবাদিক বিমানযাত্রায় ট্রাম্পকে প্রশ্ন করেন, ২২তম সংশোধনী পরিবর্তনের জন্য আদালতের দ্বারস্থ হবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, “আমি সত্যিই এখনও এ ব্যাপারে ভাবিনি। তবে আমার প্রশাসনের দুই কর্মকর্তা জে ডি ভ্যান্স এবং মার্কো রুবিও— তারা যদি ২০২৮ সালে প্রেসিডেন্ট-ভাইস প্রেসিডেন্ট জুটি বাঁধে, তাদের থামানো অসম্ভব হবে। আমি এমনটা বিশ্বাস করি।”
এদিকে ট্রাম্পের একনিষ্ঠ সমর্থক ও সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইকোনোমিস্টকে জানিয়েছেন, “যুক্তরাষ্ট্রের জন্য ট্রাম্প হচ্ছেন ঈশ্বরের দূত। আগামী ২০২৮ সালে অবশ্যই তিনি প্রার্থী হবেন। এ বিষয়ে আমাদের পরিকল্পনা আছে।”
সূত্র: রয়টার্স