প্রাথমিকে শিক্ষক নিয়োগে আসছে বড় বিজ্ঞপ্তি


প্রাথমিকে শিক্ষক নিয়োগে আসছে বড় বিজ্ঞপ্তি

আগামী মাসে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আশা প্রকাশ করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান।

সোমবার (২৭ অক্টোবর) অধিদপ্তরের কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে দেশে ১৩ হাজার ৫০০টি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। তিনি বলেন, “আমরা শিক্ষক নিয়োগের বিধিমালা হাতে পেলেই বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করব। আশা করি, খুব অল্প সময়ে, অর্থাৎ নভেম্বর মাসে আমরা বিজ্ঞপ্তি দিতে পারব।”

মহাপরিচালক আরও জানান, দীর্ঘদিন ধরে একটি অন্য সমস্যা জমে আছে। বর্তমানে ৩২ হাজার সহকারী শিক্ষক চলতি দায়িত্বে অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কাজ করছেন। “এটা নিঃসন্দেহে তাদের জন্য যন্ত্রণাদায়ক। পদ শূন্য থাকলেও একটি মামলার কারণে তারা পদোন্নতি পাচ্ছেন না। আশা করছি, খুব অল্প সময়ে মামলার রায় আসবে, এরপর আমরা এই ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ পূরণ করতে পারব। এতে সহকারী শিক্ষকের পদগুলোও শূন্য হবে এবং নতুন নিয়োগের পথ খুলবে।”

এই পদোন্নতি ও নতুন নিয়োগের মাধ্যমে প্রাথমিক শিক্ষার খাতে দীর্ঘদিনের ঘাটতি পূরণ করার পরিকল্পনা সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×