জোরপূর্বক পদত্যাগে বাধ্য শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ


জোরপূর্বক পদত্যাগে বাধ্য শিক্ষকদের বেতন-ভাতা চালুর নির্দেশ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে জোর করে পদত্যাগে বাধ্য হওয়া অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের বেতন-ভাতা পুনরায় চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি) থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়। আদেশে স্বাক্ষর করেন বিভাগের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সাইয়েদ এ জেড মোরশেদ আলী।

নির্দেশনায় বলা হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক-কর্মচারীকে জোরপূর্বক পদত্যাগ করানো হলেও তাদের বিরুদ্ধে তদন্ত এখনো চলমান। এ অবস্থায় তাদের অনেকের বেতন-ভাতা বন্ধ থাকায় তারা মানবেতর জীবনযাপন করছেন— এমন তথ্য আবেদনপত্রের মাধ্যমে মন্ত্রণালয়ের নজরে এসেছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, অভিযোগের তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা চালু রাখা জরুরি।

একই সঙ্গে আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, জোরপূর্বক পদত্যাগে বাধ্য শিক্ষকদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) সিস্টেমে অন্তর্ভুক্ত করে নিয়মিতভাবে তাদের বেতন-ভাতা প্রদান করতে হবে। কোনো কর্মকর্তা বা কর্তৃপক্ষ যদি এ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে বা সহযোগিতা না করে, তাহলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট দেশে ক্ষমতার পটপরিবর্তনের পর থেকে বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে একাধিক শিক্ষককে চাপ প্রয়োগ করে পদত্যাগে বাধ্য করা হয়। এর ফলে অনেক শিক্ষকের বেতন-ভাতা বন্ধ হয়ে যায় এবং তারা আর্থিক সংকটে পড়েন।

এ ছাড়া, শিক্ষা মন্ত্রণালয় অপর এক অফিস আদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে— জোরপূর্বক পদত্যাগের ঘটনায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের বিষয়ে চলমান তদন্ত দ্রুত সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×