তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে ২৭.৯৩ শতাংশ: পিপিআরসি


তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে ২৭.৯৩ শতাংশ: পিপিআরসি

দেশে দারিদ্র্য এবং অতি দারিদ্র্যের হার গত তিন বছরে উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। ২০২২ সালে দেশের অতি দারিদ্র্যের হার ছিল ৫.৬ শতাংশ, যা ২০২৫ সালে বেড়ে ৯.৩৫ শতাংশে পৌঁছেছে। একই সময় দারিদ্র্যের হার ১৮.৭ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ২৭.৯৩ শতাংশে দাঁড়িয়েছে। এই তথ্য উঠে এসেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) প্রকাশিত সাম্প্রতিক জরিপে।

জরিপের ফলাফল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে ‘ইকনোমিক ডায়নামিকস অ্যান্ড মুড অ্যাট হাউজহোল্ড লেবেল ইন মিড ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন।

জরিপ অনুযায়ী, নিম্ন ও মধ্যম আয়ের মানুষদের আয় তাদের ব্যয় মেটাতে যথেষ্ট নয়। তারা সংসার চালাচ্ছেন ধার-দেনার উপর নির্ভর করে। অন্যদিকে, উচ্চবিত্তের ক্ষেত্রে আয়ের তুলনায় ব্যয় কম। এছাড়া, বৈষম্য ও হয়রানি আরও বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পুরোনো সরকারের সময় ঘুষ দেওয়ার অভ্যাস ছিল ২১.৫১ শতাংশ, যা বর্তমানে বেড়ে ৩০.৭৯ শতাংশে পৌঁছেছে। “সার্বিকভাবে ঘুষ দেওয়ার মাত্রা কিছুটা কমলেও মানুষ এখন কাজে ঝামেলা এড়াতে বেশি ঘুষ দিচ্ছে,” জানিয়েছেন পিপিআরসির গবেষকরা।

জরিপটি দেশের ৮ হাজারেরও বেশি পরিবারকে ভিত্তি করে পরিচালনা করা হয়েছে, যা দেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটের একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×