তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে আফগানিস্তান-পাকিস্তান


তুরস্কের অনুরোধে ফের আলোচনায় বসছে আফগানিস্তান-পাকিস্তান

পুনরায় আলোচনায় বসতে যাচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান। এর আগে টানা চার দিন আলোচনার পর কোনো সমাধান হয়নি এবং আফগানিস্তানের বিরুদ্ধে বিভিন্ন হুমকি ও ধামকি জানায় পাকিস্তান। এরপর তুরস্ক আবার দুই দেশকে বৈঠকে বসার জন্য অনুরোধ করে।

সংবাদমাধ্যম আলজাজিরা বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জানায়, পাকিস্তান প্রথমে জানিয়েছিল তারা তাদের প্রতিনিধিদের ইস্তাম্বুল থেকে ফিরিয়ে আনবে। তবে বর্তমানে তাদের দল ইস্তাম্বুলেই অবস্থান করবে।

নাম গোপন রাখার শর্তে এক পাকিস্তানি কর্মকর্তা আলজাজিরাকে বলেন, “পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি যেন সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহার না হয়, সেই লক্ষ্যে আমরা আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি। তুরস্কের মধ্যস্থতাকে আমরা স্বাগত জানাই এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য সদিচ্ছা প্রকাশ করছি।”

আফগান সংবাদমাধ্যমগুলোও জানিয়েছে, তুরস্কের অনুরোধ ও কাতারের হস্তক্ষেপের পর তারা পাকিস্তানের সঙ্গে পুনরায় আলোচনা করতে রাজি হয়েছে।

এর পেছনে প্রেক্ষাপট হিসেবে জানা গেছে, ৯ অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়। ইসলামাবাদ দাবি করে, সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর প্রধানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এরপর আফগান সেনারা সীমান্তে পাকিস্তানি সেনাদের ওপর হামলা চালায়, যা রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়। দুই দেশেই বহু মানুষ আহত ও নিহত হন।

এই পরিস্থিতি শিথিল করতে কাতার ও তুরস্ক মধ্যস্থতা করে। কাতারের চেষ্টায় দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং কাতারের রাজধানী দোহায় বৈঠক হয়। আলোচনায় কিছু অগ্রগতি হলেও গত সপ্তাহে তুরস্কের ইস্তাম্বুলে আবারও বৈঠক অনুষ্ঠিত হয়। চার দিন আলোচনার পরও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি।

পরে পাকিস্তান আফগানিস্তানের তালেবান সরকারকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি দেয়। পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, “তালেবান নেতাদের আবারও গুহায় পাঠানো হবে।”

পাকিস্তান অভিযোগ করেছে, টিটিপির সন্ত্রাসীরা আফগান সীমান্তে কার্যক্রম চালাচ্ছে এবং পাকিস্তানে হামলা চালাচ্ছে। এছাড়া তারা দাবি করেছে, আফগান তালেবান এ কাজে সহযোগিতা দিচ্ছে। তবে আফগানিস্তান সবসময় এই অভিযোগ অস্বীকার করে এসেছে।

সূত্র: আলজাজিরা

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×