সমালোচনার মুখে ‘শাপলা কলি’ প্রতীক অন্তর্ভুক্ত করেছে ইসি: সচিব
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ০৮:০৪ পিএম, ৩০ অক্টোবর ২০২৫
নির্বাচন কমিশন (ইসি) বিভিন্ন সমালোচনার পর ‘শাপলা কলি’ প্রতীকটি নির্বাচনী বিধিমালায় অন্তর্ভুক্ত করেছে। কমিশনের সচিব আখতার আহমেদ জানিয়েছেন, প্রয়োজনে ভবিষ্যতে আবারও তালিকা সংশোধনের সুযোগ রয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
শাপলা বিধিমালায় না থাকায় কোনো দলকে এটি দেওয়া যায় না। এ প্রেক্ষিতে প্রশ্ন করা হলে আখতার আহমেদ বলেন, “আমাদের প্রতীকের তালিকা নিয়ে অনেক সমালোচনা ছিল। তাই আগের তালিকা থেকে ১৬টি প্রতীক বাদ দিয়ে ১১৯টি প্রতীক সংরক্ষণ করা হয়েছে।”
তিনি আরও বলেন, “ইসি মনে করেছে শাপলা কলি রাখা যেতে পারে। এটি কোনো দলের দাবির কারণে করা হয়নি। যেহেতু শাপলা এবং শাপলা কলির মধ্যে পার্থক্য রয়েছে, তাই কমিশন এটি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। কিছু সমালোচনার কারণে কিছু প্রতীক বাদ দিয়ে কিছু নতুন প্রতীক যোগ করা হয়েছে।”
আখতার আহমেদ ভবিষ্যতেও এই তালিকা পরিবর্তনের সম্ভাবনার কথা জানিয়ে বলেন, “কে চেয়েছে বা চায়নি সেটা গুরুত্বপূর্ণ নয়, শাপলা কলি অন্তর্ভুক্তির সিদ্ধান্ত ইসির। ভবিষ্যতে প্রয়োজন হলে আবারও পরিবর্তন করা হতে পারে।”