ইরানের চাবাহার বন্দরের মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৬:০৭ পিএম, ৩০ অক্টোবর ২০২৫
ইরানের চাবাহার বন্দরে নিষেধাজ্ঞা শিথিল করে ছয় মাসের জন্য ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। এই কৌশলগত বন্দরে ভারতের বিপুল পরিমাণ বিনিয়োগ থাকায় সিদ্ধান্তটি নয়াদিল্লির জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
গত বছর ভারত ও ইরান চাবাহার বন্দর পরিচালনা ও উন্নয়ন নিয়ে ১০ বছরের একটি চুক্তি করে। এর আওতায় ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড (আইপিজিএল) বন্দরে ৩৭০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়।
এমন এক সময় এই ছাড় এল, যখন ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে জোর আলোচনা চলছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল বলেন, “বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছি। উভয় পক্ষ আলোচনা অব্যাহত রেখেছে।”
এর আগে ২০১৮ সালেও যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চাবাহার বন্দরে ভারতীয় কোম্পানিগুলোর কার্যক্রম চালানোর ক্ষেত্রে ‘বিশেষ ছাড়’ দিয়েছিল।
ইরানের সবচেয়ে বড় সমুদ্রবন্দর বন্দর আব্বাস, যা বর্তমানে ধারণক্ষমতার চেয়ে বেশি পণ্য লোড ও খালাস করছে। ফলে বিকল্প বন্দর হিসেবে চাবাহারের কৌশলগত গুরুত্ব দিন দিন বাড়ছে।
গত মাসে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কার্যক্রমের অভিযোগ তুলে চাবাহার বন্দরের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
চাবাহার বন্দরটি ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশের উপকূলে অবস্থিত। ভারত বর্তমানে বন্দরের শহীদ বেহেস্তি টার্মিনাল পরিচালনা করছে। আফগানিস্তানের জন্যও এই বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পাকিস্তানকে পাশ কাটিয়ে সমুদ্রপথে পণ্য পরিবহনের একমাত্র বিকল্প রুট এটি।
সূত্র: এনডিটিভি