আগামী এপ্রিলে চীন যাব, এরপর শি যুক্তরাষ্ট্রে আসবেন: ট্রাম্প
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৭:৪১ পিএম, ৩০ অক্টোবর ২০২৫
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালের এপ্রিল মাসে চীনে সফর করার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, এর পর চীনা নেতা শি জিনপিং যুক্তরাষ্ট্রে পারস্পরিক সফর করবেন।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার বুসান শহরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমরা (আমি এবং শি) একমত হয়েছি, আমি এপ্রিলে চীন যাব এবং এর কিছু সময়ের মধ্যেই শি যুক্তরাষ্ট্রে আসবেন—ফ্লোরিডা, পাম বিচ বা ওয়াশিংটন যেখানেই হোক।”
ট্রাম্প আরও বলেন, “দক্ষিণ কোরিয়ার বুসানে চীনা নেতার সঙ্গে আমাদের আলোচনা দুটি বৃহৎ ও শক্তিশালী দেশের জন্য একটি সফল বৈঠক ছিল। এভাবে আমাদের সম্পর্ক এগোতে হবে।”
বৈঠকটি এক ঘণ্টা চল্লিশ মিনিট স্থায়ী হয়। শুরুতে শি জিনপিং মার্কিন-চীনা সম্পর্কের ধারাবাহিক অগ্রগতির আহ্বান জানান। তিনি বলেন, “চীনা ও মার্কিন আলোচকরা গুরুত্বপূর্ণ বাণিজ্য ও অর্থনৈতিক বিরোধ সমাধানের জন্য একটি মৌলিক চুক্তিতে পৌঁছেছেন।”
উল্লেখ্য, ট্রাম্প ও শি জিনপিং সর্বশেষ দেখা করেছিলেন ২০১৯ সালে ওসাকায় জি-২০ শীর্ষ সম্মেলনের সময়।