আফগানিস্তানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে: পাকিস্তান
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৬:২০ পিএম, ৩০ অক্টোবর ২০২৫
পাকিস্তান সরকার জানিয়েছে, আফগানিস্তানের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি স্থাপনের লক্ষ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। ইসলামাবাদ বুধবার (২৯ অক্টোবর) অভিযোগ করেছে যে কাবুলের কর্তৃপক্ষ আলোচনায় প্রতারণা ও কৌশল প্রয়োগ করেছে।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে সতর্ক করে বলেন, "আলোচনার ব্যর্থতা উন্মুক্ত যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।" তিনি একই সঙ্গে দাবি করেন, "তালেবান সরকারকে ধ্বংস করতে পাকিস্তানকে তার সামরিক শক্তির সামান্য অংশই ব্যবহার করতে হবে।"
আসিফ অভিযোগ করেন, তালেবান নিজেদের ক্ষমতা ধরে রাখতে এবং যুদ্ধ অর্থনীতি টিকিয়ে রাখতে আফগানিস্তানকে আবারও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, যারা নিজেদের জনগণের ক্ষতি করতে বদ্ধপরিকর, তাদের ফল ভোগ করতে হবে।
অপরদিকে, আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন ক্বানি পাকিস্তান যদি আক্রমণ করে কঠোর জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন। তিনি আরিয়ানা নিউজকে বলেন, "আমাদের পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু ন্যাটো ও যুক্তরাষ্ট্রও ২০ বছরেও আফগানিস্তানকে পরাস্ত করতে পারেনি।"
উল্লেখ্য, দুই দেশের সীমান্ত এখনও বন্ধ রয়েছে। ২০২৩ সাল থেকে পাকিস্তান থেকে বহিষ্কৃত আফগান নাগরিকদের যাতায়াত ছাড়া সীমান্ত পারাপারের কার্যক্রম প্রায় স্থগিত রয়েছে।
সূত্র: শাফাক নিউজ।