কিমের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তিনি চাইলে দেখা করতে চাই: ট্রাম্প


কিমের সঙ্গে ভালো সম্পর্ক ছিল, তিনি চাইলে দেখা করতে চাই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আসন্ন দক্ষিণ কোরিয়া সফরে সুযোগ মিললে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান। তিনি বলেন, “যদি তিনি (কিম) দেখা করতে চান, তাহলে আমি তার সঙ্গে দেখা করতে চাই। কিমের সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল। যদি তিনি দেখা করতে চান, তাহলে আমি দক্ষিণ কোরিয়ায় থাকব।”

সোমবার (২৭ অক্টোবর) এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়া থেকে জাপান যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।

কিমের সঙ্গে দেখা করার জন্য তিনি সফরের সময় বাড়াবেন কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “আমি এটা ভাবিনি, তবে আমার মনে হয় উত্তর হবে হ্যাঁ।”

এর আগে গত সপ্তাহে ট্রাম্প উত্তর কোরিয়াকে ‘এক ধরনের পারমাণবিক শক্তিধর’ হিসেবে উল্লেখ করে কিম জং উনের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, “যদি তিনি দেখা করতে চান, আমি তা করতে উন্মুক্ত।”

অন্যদিকে উত্তর কোরিয়া জানিয়েছিল, যুক্তরাষ্ট্র যদি তাদের পারমাণবিক অবস্থান স্বীকার করে, তবেই বৈঠক সম্ভব। কিম জং উনও স্পষ্ট করে দিয়েছেন, এই অবস্থান কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়।

দুই নেতার সর্বশেষ সাক্ষাৎ হয় ২০১৯ সালে, উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে অবস্থিত অসামরিক অঞ্চলে (ডিএমজেড)।

আগামী বুধবার ট্রাম্প দক্ষিণ কোরিয়া সফরে গিয়ে প্রেসিডেন্ট লি জে মিউং-এর সঙ্গে বৈঠক করবেন। এরপর তিনি এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের নেতাদের মধ্যাহ্নভোজে ভাষণ দেবেন এবং মার্কিন-এপেক নেতাদের অংশগ্রহণে আয়োজিত কর্মরত নৈশভোজে উপস্থিত থাকবেন।

পরদিন, বৃহস্পতিবার তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি শীর্ষ বৈঠকে অংশ নেবেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×