ধ্বংসস্তূপে লাশ খুঁজতে মরিয়া ফিলিস্তিনিরা, গাজায় আরও ৮ জন নিহত
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ০৫:২৯ পিএম, ২৭ অক্টোবর ২০২৫
যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। গত ৪৮ ঘণ্টায় এসব হামলায় কমপক্ষে ৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন।
সোমবার (২৭ অক্টোবর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের ‘গণহত্যা যুদ্ধ’-এ এখন পর্যন্ত কমপক্ষে ৬৮ হাজার ৫২৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১ লাখ ৭০ হাজার ৩৯৫ জন।
একইসঙ্গে অধিকৃত পশ্চিম তীরজুড়েও ইসরায়েলি বাহিনীর তাণ্ডব অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবের তথ্য অনুযায়ী, গত রাতে দখলদার বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরও ৪০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, বোমা হামলায় ধসে পড়া ভবনের নিচে এখনো প্রায় ৯ হাজার ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করা গেছে।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এসব নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধারের জন্য দিনরাত সংগ্রাম করছেন। ভারী উদ্ধারযন্ত্রের অভাবে তারা বেলচা, সাধারণ সরঞ্জাম কিংবা খালি হাতেই ধ্বংসস্তূপ খুঁড়ে প্রিয়জনদের দেহ খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।