উপাচার্যের সঙ্গে বিরোধ, পদ ছাড়লেন রেজিস্ট্রার


উপাচার্যের সঙ্গে বিরোধ, পদ ছাড়লেন রেজিস্ট্রার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিন সোমবার সকালে পদত্যাগ করেছেন। ৬ মাসের জন্য এই দায়িত্বে থাকা তাঁর মেয়াদ মূলত আগামী ২০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। পদত্যাগপত্র তিনি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমের দপ্তরে জমা দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের সূত্র বলছে, উপাচার্যের সঙ্গে নানা বিষয়ে বিরোধের কারণে এই পদত্যাগ হয়েছে। অধ্যাপক ড. মুহসিন উদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন, “আমি রোববারই উপাচার্যকে জানিয়েছিলাম যে পদত্যাগ করব। সোমবার সকালে পদত্যাগপত্র জমা দিয়েছি।”

ড. মুহসিন উদ্দিন পদত্যাগের পেছনের কারণ হিসেবে বলেন, সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বাজেট টিম ১৭টি বিষয়ে আপত্তি জানিয়েছে। এর মধ্যে চারটি রেজিস্ট্রারের দায়িত্ব সম্পর্কিত। তিনি বলেন, “রেজিস্ট্রার অধ্যাপক হলেও কেন সিন্ডিকেট ও একাডেমিক কমিটির সদস্য, কেন আবাসিক কর্মকর্তা হিসেবে ক্যাম্পাসে থাকি না এবং কেন গাড়ি ব্যবহার করি—এসব কারণে এই পদে থাকা উচিত নয়।”

উপাচার্যের কার্যালয়ের সূত্রও জানায়, নানা কাজে মতানৈক্যের কারণে অধ্যাপক মুহসিন উদ্দিন মনোক্ষুণ্ণ ছিলেন। উপাচার্য বহু ফাইলে সই না করার কারণে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সমস্যার মুখোমুখি হতে হয়। এছাড়া গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে অসঙ্গতি এবং শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়েও রেজিস্ট্রারের মধ্যে ক্ষোভ ছিল।

অধ্যাপক ড. মুহসিন উদ্দিন গত ২১ মে ছয় মাসের জন্য রেজিস্ট্রার নিযুক্ত হন। স্থায়ী রেজিস্ট্রার মনিরুল ইসলাম ১ ফেব্রুয়ারি অবসর গ্রহণের পর দায়িত্ব পালন করছিলেন। তখন উপাচার্য ছিলেন ড. শুচিতা শারমিন। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে ১৩ মে শুচিতাকে উপাচার্যের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং নতুন উপাচার্য হিসেবে নিযুক্ত হন অধ্যাপক ড. মো. মোহাম্মদ তৌফিক আলম।

উপাচার্যের পক্ষ থেকে পিএস-২ মুহাম্মদ মিজানুর রহমান জানান, তিনি শুনেছেন অধ্যাপক মুহসিন উদ্দিন পদত্যাগপত্র জমা দিয়েছেন। নতুন উপাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×