বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ, তদন্তের আহ্বান ট্রাম্পের


বাইডেনের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ, তদন্তের আহ্বান ট্রাম্পের

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে আবারও আলোচনায় এসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তৎকালীন নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতি হয়েছে এবং এই বিষয়ে অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করতে মার্কিন বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন। সেই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন বিজয়ী হয়ে প্রেসিডেন্ট হন।

সোমবার (২৭ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে জানানো হয়, রোববার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই অভিযোগ পুনরায় উত্থাপন করেন। সেখানে তিনি লেখেন, “কারচুপি করে তাস খেলা এনবিএ খেলোয়াড়দের চেয়েও খারাপ হচ্ছে নির্বাচনে ডেমোক্র্যাটদের কারচুপি! ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন ছিল কারচুপিপূর্ণ ও চুরি করা, এটাই সবচেয়ে বড় কেলেঙ্কারি।”

পোস্টে তিনি আরও লেখেন, “আমাদের দেশকে দেখুন, একজন দুর্নীতিগ্রস্ত বোকা প্রেসিডেন্ট হওয়ার পর কী অবস্থা হয়েছে! এখন সবই পরিষ্কার।” ট্রাম্প এরপর বিচার বিভাগকে আহ্বান জানিয়ে বলেন, “আমেরিকার ইতিহাসে সবচেয়ে বড় এই কেলেঙ্কারি” নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করা উচিত।

তিনি সতর্ক করে দেন, তদন্ত না হলে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে একই ধরনের ঘটনা পুনরায় ঘটতে পারে। ট্রাম্প আবারও আগাম ভোট ব্যবস্থার বিরোধিতা করেন এবং ভোটার পরিচয়পত্র আইনের প্রতি সমর্থন জানান। পাশাপাশি ক্যালিফোর্নিয়ার ব্যালট নীতি নিয়ে সমালোচনা করে দাবি করেন, “লাখ লাখ ব্যালট পাঠানো হচ্ছে।”

পোস্টের শেষে রিপাবলিকানদের উদ্দেশে ট্রাম্প লেখেন, “বুদ্ধি খাটাও রিপাবলিকানরা, খুব বেশি দেরি হওয়ার আগেই।”

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×