পিআর পদ্ধতি চালুসহ ৫ দফা দাবিতে লক্ষ্মীপুরে জামায়াতের বিক্ষোভ
- লক্ষ্মীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:২৬ পিএম, ২৭ অক্টোবর ২০২৫
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলের জেলা শাখার আয়োজনে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে দক্ষিণ তেমুহনী এলাকায়ও মিছিল পূর্বক সমাবেশে অনুষ্ঠিত হয়।
এ সময় জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সমান সুযোগ) নিশ্চিত করা। ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার নিশ্চিত করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি উপস্থাপন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলা আমীর ও জামায়াত মনোনীত লক্ষ্মীপুর-২ আসনে সংসদ সদস্য প্রার্থী এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মহসিন কবীর মুরাদ এর সঞ্চালনায় সমাবেশ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৪ আসনে জামায়াত মনোনীত সংবাদ সদস্য প্রার্থী এ আর হাফিজ উল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটোয়ারী, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান।
বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দেশের জনগণের ন্যায্য দাবি। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে এ সনদকে আইনি ভিত্তি দিতে হবে।
তারা আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে এবং ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় রাখবে।