ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'জহুরুল হক' হলে ধূমপান ও মাদক নিষিদ্ধ


ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'জহুরুল হক' হলে ধূমপান ও মাদক নিষিদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হল প্রশাসন হল প্রাঙ্গণে ধূমপান এবং মাদক ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ধূমপান বা মাদক সেবন ধরা পড়লে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে হল প্রাধ্যক্ষের অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হল প্রাঙ্গণে প্রকাশ্যে ধূমপান ধরা পড়লে সরকারী আইন অনুযায়ী শিক্ষার্থীর উপর সর্বনিম্ন ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০ টাকা জরিমানা আরোপ করা হবে।

এছাড়া, ইয়াবা, গাঁজা, হেরোইন বা অন্য কোনো প্রকার মাদকদ্রব্য সেবন বা সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে অভিভাবকের উপস্থিতিতে হল থেকে বহিষ্কার করা হবে।

বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের উক্ত নিয়মাবলি কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×