পুলিশ কর্মকর্তার কাছে ধর্ষণের শিকার হওয়ার কথা জানিয়ে চিকিৎসকের আত্মহত্যা


পুলিশ কর্মকর্তার কাছে ধর্ষণের শিকার হওয়ার কথা জানিয়ে চিকিৎসকের আত্মহত্যা

ভারতের মহারাষ্ট্রের সাতারা জেলায় এক নারী চিকিৎসক একটি হোটেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে ওই চিকিৎসক তার হাতের তালুতে লেখা এক চিরকুটে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ এনেছেন।

এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে গোপাল নামের এক পুলিশ সাব-ইন্সপেক্টরকে (পিএসআই) গ্রেপ্তার করা হয়েছে। তাকে ধর্ষণ ও মানসিক হয়রানির অভিযোগে আটক করা হয়েছে। এছাড়া, একই ঘটনায় প্রশান্ত নামে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকেও পুলিশ হেফাজতে নিয়েছে। এনডিটিভি সূত্রে এই খবর জানা গেছে।

সাতারার পুলিশ সুপার তুষার দোশি নিশ্চিত করেছেন যে অভিযুক্ত পিএসআই গোপাল নিজেই স্থানীয় থানায় এসে আত্মসমর্পণ করেছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ওই চিকিৎসক সাতারা জেলার একটি সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে ফলতন শহরের একটি হোটেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত চিকিৎসকের হাতের তালুতে পাওয়া চিরকুটে উল্লেখ করা হয়েছে: “পিএসআই গোপাল একাধিকবার তাকে ধর্ষণ করেছেন এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রশান্ত তাকে মানসিকভাবে হয়রানি করেছেন।”

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×