মালয়েশিয়ায় ট্রাম্প, সাক্ষী থাকবেন থাইল্যান্ড-কম্বোডিয়ার শান্তিচুক্তি সইয়ে


মালয়েশিয়ায় ট্রাম্প, সাক্ষী থাকবেন থাইল্যান্ড-কম্বোডিয়ার শান্তিচুক্তি সইয়ে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন। তিনি কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এবং একই সঙ্গে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি সই অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে উপস্থিত থাকবেন। দুই দেশ গত মে মাসে এক প্রাণঘাতী সীমান্ত বিরোধের মধ্যে ছিল।

রোববার (২৬ অক্টোবর) স্থানীয় সময় সকালে ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

পথিমধ্যে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আমি মালয়েশিয়ার পথে আছি কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে একটি বড় শান্তিচুক্তি সই করার উদ্দেশ্যে। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যাতে সবাই উপস্থিত থাকতে পারেন, তাই আমি পৌঁছানোর সঙ্গে সঙ্গে চুক্তি সই হবে।”

প্রাথমিকভাবে শান্তিচুক্তি সই অনুষ্ঠানটি শনিবারের পরিকল্পনা ছিল। তবে থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা, রানি সিরিকিতের মৃত্যু হওয়ায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল অনুষ্ঠানটি এগিয়ে আনার অনুরোধ জানান। ফলে চুক্তি সই হবে প্রেসিডেন্ট ট্রাম্পের কুয়ালালামপুরে পৌঁছানোর পর।

ট্রাম্প আশা প্রকাশ করেছেন, কুয়ালালামপুরে পৌঁছানোর পর তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং থাইল্যান্ডের জনগণের প্রতি সমবেদনা জানাবেন।

পাঁচ দিনের এই সফরের সময় ট্রাম্প মালয়েশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ায় ভ্রমণ করবেন। জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর এটি তার এশিয়ায় প্রথম সফর এবং তার সবচেয়ে দীর্ঘতম বিদেশ সফর।

সূত্র: বিবিসি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×