আফগানিস্তানের সঙ্গে ‘খোলা যুদ্ধের’ হুমকি পাকিস্তানের


আফগানিস্তানের সঙ্গে ‘খোলা যুদ্ধের’ হুমকি পাকিস্তানের

ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে আফগানিস্তানের সঙ্গে খোলা যুদ্ধ শুরু হতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা মহম্মদ আসিফ। তবুও তিনি আশাবাদী যে আফগানিস্তান সংঘাত নয় বরং স্থায়ী শান্তি চায়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ২৫ অক্টোবর থেকে তুরস্কের ইস্তাম্বুলে আফগানিস্তান ও পাকিস্তানের প্রতিনিধিদের এই বৈঠক শুরু হয়, যা রবিবার পর্যন্ত চলবে। সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষে প্রাণহানির পর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং এই আলোচনার মূল লক্ষ্য হলো দোহা চুক্তির কাঠামোর মধ্যে যুদ্ধবিরতিকে দীর্ঘমেয়াদে স্থায়ী করার পথ নির্ধারণ।

খোয়াজা আসিফ জানান, গত চার থেকে পাঁচ দিন সীমান্তে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি এবং দুই পক্ষই যুদ্ধবিরতি মেনে চলছে। তিনি বলেন, "আমাদের সামনে দুটি পথ আছে, চুক্তি না হলে খোলা যুদ্ধ, তবে আমি দেখেছি তারা শান্তি চায়।"

চলতি মাসের শুরুতে দুই দেশের সীমান্তে নতুন করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ইসলামাবাদের অভিযোগ, আফগান ভূখণ্ড থেকে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের দমন করতে ব্যর্থ হচ্ছে তালেবান সরকার। এর জবাবে পাকিস্তান সীমান্তের ওপারে বিমান হামলা চালায়, যা তীব্র গোলাগুলিতে রূপ নেয় এবং এতে বহু মানুষের প্রাণহানি ঘটে। সংঘর্ষের পর থেকে গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলো এখনো বন্ধ রয়েছে।

পাকিস্তান দাবি করছে, আফগানিস্তান তার ভূখণ্ডে পাকিস্তানবিরোধী জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। অপরদিকে তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছে যে পাকিস্তানের সামরিক অভিযান আফগানিস্তানের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×