কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বাড়িয়েছেন ট্রাম্প


কানাডার ওপর আরও ১০ শতাংশ শুল্ক বাড়িয়েছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার পণ্যের ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এই পদক্ষেপটি তিনি গ্রহণ করেছেন কানাডার একটি ‘বিতর্কিত’ বিজ্ঞাপনের কারণে, যেখানে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ভাষণ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিল।

শনিবার (২৫ অক্টোবর) রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, 'রোনাল্ড রিগ্যানের শুল্ক সংক্রান্ত বক্তৃতাকে বিকৃত করে প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করেছে কানাডা। ওই বিজ্ঞাপনে সাবেক প্রেসিডেন্টের রেডিও ভাষণ বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, অথচ অনুমতিও নেয়নি।'

তিনি আরও উল্লেখ করেছেন, 'রিগ্যান সব সময় আমেরিকার নিরাপত্তা ও অর্থনীতির স্বার্থে শুল্কের পক্ষে ছিলেন। কিন্তু কানাডা ইচ্ছাকৃতভাবে বিষয়টি বিকৃত করেছে। বিজ্ঞাপনটি দ্রুত সরিয়ে নেওয়ার কথা থাকলেও তা সম্প্রচারিত হয়েছে। এ কারণেই কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছি।'

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনাই বাতিল করেছিলেন। সে সময় ট্রুথ সোশ্যালে তিনি লিখেছিলেন, 'কানাডা এমন একটি বিজ্ঞাপন প্রচার করেছে যেখানে রিগ্যানকে শুল্কবিরোধী হিসেবে দেখানো হয়েছে। এটি মিথ্যা ও অসম্মানজনক। কানাডার জঘন্য আচরণের কারণে তাদের সঙ্গে সব বাণিজ্যিক আলোচনা বাতিল করা হলো।'

ট্রাম্প এর আগে কানাডার পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। তবে ইউএসএমসিএ (মেক্সিকো-কানাডা-মার্কিন মুক্ত বাণিজ্য চুক্তি)-এর আওতাভুক্ত কিছু পণ্য এই শুল্ক থেকে ছাড় পায়।

উল্লেখযোগ্য যে, ট্রাম্পের প্রথম মেয়াদে স্বাক্ষরিত ইউএসএমসিএ চুক্তির বাইরে কানাডীয় পণ্যের ওপর খাতভিত্তিক শুল্কও আরোপ করা হয়েছে। এর মধ্যে ধাতুতে রয়েছে ৫০ শতাংশ এবং অটোমোবাইলে ২৫ শতাংশ শুল্ক।

সূত্র: রয়টার্স

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×