ফের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত কমালা হ্যারিসের


ফের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত কমালা হ্যারিসের

আবারও প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিলেন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির নেতা কমালা হ্যারিস। গত বছর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে নির্বাচনে পরাজয়ের পরও রাজনীতিতে নিজের “শেষ” দেখে না বলেই জানালেন সাবেক ভাইস প্রেসিডেন্ট।

শনিবার (২৫ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কমালা বলেন, “আমি এখনো শেষ হয়ে যাইনি।” তিনি আরও আশা প্রকাশ করেন, একদিন তিনি কিংবা অন্য কোনো নারী মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৮ সালে। যদিও অনেক বিশ্লেষক মনে করেন, সেই নির্বাচনে কমালার প্রার্থী হওয়ার সম্ভাবনা খুবই কম।

সাক্ষাৎকারে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘স্বৈরাচার’ বলে আখ্যা দেন কমালা হ্যারিস। তিনি বলেন, “নির্বাচনের আগে আমি ট্রাম্পকে নিয়ে যা বলেছিলাম, এখন তা একে একে সত্য প্রমাণিত হচ্ছে।”

গত নির্বাচনে মূলত সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ট্রাম্পের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে দলের চাপের মুখে সরে দাঁড়ান তিনি, ফলে প্রার্থী হিসেবে মনোনয়ন পান কমালা। ডেমোক্র্যাটিক পার্টির অনেকেই মনে করেন, বাইডেনের সরে যেতে দেরি করাই দলের পরাজয়ের অন্যতম কারণ ছিল।

তবে সমালোচকরা প্রশ্ন তুলেছেন— কমালা কি সত্যিই কার্যকর নির্বাচনী প্রচারণা চালাতে পেরেছিলেন, নাকি অর্থনীতি ইস্যুতে ভোটারদের কাছে পর্যাপ্ত বার্তা দিতে ব্যর্থ হয়েছিলেন?

ভবিষ্যতে নির্বাচনে অংশ নেওয়ার প্রশ্নে কমালা বলেন, “আমি এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। কিন্তু রাজনীতিতে আমার সময় ফুরিয়ে যায়নি। আমি শেষ হয়ে যাইনি। সারাজীবন আমি মানুষকে সেবা দিয়েছি, সেটিই আমার পরিচয়।”

ট্রাম্পকে নিয়ে আগের মন্তব্যের সত্যতা দাবি করে তিনি আরও বলেন, “ট্রাম্প বলেছিলেন বিচার বিভাগকে অস্ত্রকরণ করবেন, আর তিনি সেটিই করেছেন।”

সূত্র: বিবিসি

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×