মেট্রোরেলের পিলারের বিয়ারিং স্প্রিং ছিটকে পড়ে পথচারীর মৃত্যু


মেট্রোরেলের পিলারের বিয়ারিং স্প্রিং ছিটকে পড়ে পথচারীর মৃত্যু

ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং স্প্রিং ছিটকে পড়ার ঘটনায় এক পথচারী প্রাণ হারিয়েছেন। রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি একজন তরুণ, বয়স আনুমানিক ৩৫-৪০ বছর। এখনও তার পরিচয় শনাক্ত করা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় তিনি ফুটপাত দিয়ে ব্যাগ হাতে হাঁটছিলেন। হঠাৎ করেই পিলারের বিয়ারিং স্প্রিংটি ছিটকে পড়ে তার মাথায় আঘাত করে। সঙ্গে সঙ্গে পাশের একটি চপ-সিঙ্গারা দোকানেও আঘাত লেগে দোকানের সামনের কাঁচ ভেঙে দুই জন আহত হন। ঘটনাস্থলেই তরুণের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, ছিটকে পড়া বিয়ারিং স্প্রিংটির ওজন ছিল প্রায় ৪০-৫০ কেজি।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×