বন্যপ্রাণী হত্যা রোধে নতুন আইনে জামিনের ব্যবস্থা থাকছে না: রিজওয়ানা হাসান


বন্যপ্রাণী হত্যা রোধে নতুন আইনে জামিনের ব্যবস্থা থাকছে না: রিজওয়ানা হাসান

বন্যপ্রাণী হত্যা রোধে আসন্ন নতুন আইনটি কার্যকর হলে আর কোনও জামিনের সুযোগ থাকবে না বলে জানিয়েছেন পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (২৬ অক্টোবর) আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বন্যপ্রাণী সংরক্ষণের আইন প্রণয়নে ইতিবাচক অগ্রগতি হয়েছে, তবে সামাজিক সচেতনতা গড়ে তোলার বিকল্প নেই। তিনি আরও জানান, দেশের ৬৪টি জেলায় বন্যপ্রাণী সংরক্ষণের জন্য স্বেচ্ছাসেবী বা ভলান্টিয়ার দল গঠন করা হবে।

নদীর স্বাস্থ্য এবং ডলফিনের অবস্থার মধ্যে সম্পর্ক তুলে ধরে তিনি বলেন, "ডলফিন আমাদের নদীর সুস্থতার প্রতীক। যেখানে ডলফিন টিকে থাকে, সেখানে নদীও টিকে থাকে, আর নদী টিকে থাকলেই মানুষ বাঁচে। ডলফিন নিয়ে কথা বলা মানে আমাদের বেঁচে থাকার কথাই বলা।" তিনি আরও জানান, নদীর পানি দূষিত হলে তা শুধু ডলফিনের জন্যই নয়, মানুষের জন্যও বিপজ্জনক। তাই নদীকে পরিষ্কার রাখা মানব ও প্রাণীর জীবনের জন্য অপরিহার্য।

পরিবেশ উপদেষ্টা আরও বলেন, "আমরা নিজেরাই আমাদের নদীগুলোকে দূষিত করছি, অথচ নিজেদের সভ্য জাতি দাবি করছি, এটা পরস্পরবিরোধী।" তিনি সতর্ক করেন, ডলফিনের সংখ্যা বৃদ্ধি পেলে বোঝা যাবে আমরা নদী সংরক্ষণে সফল, আর কমলে বুঝতে হবে নদী বিপদের মুখে।

সৈয়দা রিজওয়ানা হাসান জোর দিয়ে বলেন, বন্যপ্রাণী রক্ষায় শুধু আইনই যথেষ্ট নয়, মানুষকে মনস্তাত্ত্বিক ও আচরণগতভাবে পরিবর্তিত হতে হবে। তিনি উল্লেখ করেন, নিরীহ প্রাণীর প্রতি নিষ্ঠুরতা সমাজের মূল্যবোধের অবক্ষয়ের প্রতিফলন, যা বন্ধ করার জন্য সমাজকে সক্রিয়ভাবে কাজ করতে হবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×