মাদাগাস্কারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল


মাদাগাস্কারের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের নাগরিকত্ব বাতিল

গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হওয়ার পর মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট আন্দ্রি রাজোলিনার নাগরিকত্ব বাতিল করেছে দেশটির সরকার। দুই সপ্তাহ আগে সেনাবাহিনী তার সরকার উৎখাত করে ক্ষমতা নেয়, আর রাজোলিনা দেশ ছেড়ে পালিয়ে যান।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক সরকারি ডিক্রির মাধ্যমে প্রধানমন্ত্রী হেরিন্তসালমা রাজাওনারিভিলো জানান, সাবেক প্রেসিডেন্ট ফ্রান্সের নাগরিকত্ব গ্রহণ করায় তার মাদাগাস্কারের নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। তিনি বলেন, “দেশটির আইন অনুযায়ী, কোনো মালাগাসি নাগরিক অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে তার নাগরিকত্ব স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যায়।”

৫১ বছর বয়সী এই সাবেক রাষ্ট্রপ্রধান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে গোপনে রয়েছেন। ধারণা করা হচ্ছে, ফরাসি বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে করে তিনি ফ্রান্সে চলে গেছেন, যদিও তার বর্তমান অবস্থান নিশ্চিতভাবে জানা যায়নি।

রাজোলিনা দেশ ছাড়ার মাত্র একদিন পর, ১৪ অক্টোবর মাদাগাস্কারের সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণের ঘোষণা দেয়।

এর আগেই দেশজুড়ে তীব্র আন্দোলন ছড়িয়ে পড়ে। বিদ্যুৎ ও পানি সংকট নিরসনের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন দ্রুত দুর্নীতি বিরোধী বিক্ষোভে রূপ নেয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাধারণ মানুষও রাস্তায় নামে এবং প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করতে থাকে।

১১ অক্টোবর সেনাবাহিনীর একটি অভিজাত ইউনিট অপ্রত্যাশিতভাবে ব্যারাক ছেড়ে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিলে পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। সে সময়ই প্রেসিডেন্ট রাজোলিনা কার্যত ক্ষমতা হারান এবং কিছু সময় পর গোপনে দেশ ত্যাগ করেন।

সূত্র: ব্লুমবার্গ

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×