প্রতারণা মামলায় আত্মসমর্পণ, গ্রামীণফোন সিইওসহ ৩ জনের জামিন


প্রতারণা মামলায় আত্মসমর্পণ, গ্রামীণফোন সিইওসহ ৩ জনের জামিন

প্রতারণা এবং অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানসহ তিনজন স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালতে তাদের আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করা হয় এবং জামিনের জন্য আবেদন করা হয়।

আদালত শুনানি শেষে তাদের পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন মঞ্জুর করেন। আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী এই তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×