৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চীনের জিলিন প্রদেশ


৫.৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল চীনের জিলিন প্রদেশ

চীনের জিলিন প্রদেশে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে উত্তর কোরিয়ার সীমান্তসংলগ্ন এলাকায় এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে চায়না ডেইলি।

চীনা ভূকম্পন নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইয়ানবিয়ান কোরিয়ান স্বায়ত্তশাসিত প্রিফেকচারের হুনচুন এলাকায়।

সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পের কেন্দ্র ছিল ৪৩.০৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ১৩১.১০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৬০ কিলোমিটার গভীরে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের কারণে স্থানীয়দের মধ্যে সাময়িক আতঙ্ক দেখা দেয় বলে স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×