জাতিসংঘ কাজে আসছে না, তারা ব্যর্থ হয়েছে: ব্রাজিলের প্রেসিডেন্ট


জাতিসংঘ কাজে আসছে না, তারা ব্যর্থ হয়েছে: ব্রাজিলের প্রেসিডেন্ট

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা জাতিসংঘের কার্যক্রমকে কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সংস্থাটি এখন আর কাজে আসছে না এবং বিশ্বজুড়ে চলা যুদ্ধ ও গণহত্যা রোধে তারা ব্যর্থ হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে লুলা বলেন, “জাতিসংঘ কাজ করা বন্ধ করে দিয়েছে। তারা গাজায় চলা গণহত্যা বন্ধ করতে ব্যর্থ হয়েছে।”

তিনি আরও প্রশ্ন তোলেন, “গাজা উপত্যকায় এত দিন ধরে গণহত্যা চলছে—এটা কি কেউ মেনে নিতে পারবে?” লুলা উল্লেখ করেন, বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলো যা এই ধরনের পরিস্থিতি প্রতিরোধের জন্য তৈরি করা হয়েছিল, আজ তারা কার্যত অচল এবং নিরাপত্তা পরিষদও কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

এ সময় তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও সমালোচনা করেছেন। লুলা বলেন, “একজন নেতার জন্য নৈতিক নেতৃত্ব দেখানো নোবেল পুরস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ।”

এদিকে ট্রাম্প ইতিমধ্যেই ওয়াশিংটন থেকে এশিয়ার সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন। তার সফরের অংশ হিসেবে চীনা নেতা শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক এবং লুলার সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

লুলা ও ট্রাম্পের সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে সংক্ষিপ্ত বৈঠকের পর তাদের মধ্যে দূরত্ব বাড়ে। পরে ৬ অক্টোবর তারা ফোনে কথা বলেন এবং আসিয়ান শীর্ষ সম্মেলনে সাক্ষাতের সম্ভাবনা আলোচনা করেন।

উল্লেখ্য, ট্রাম্পের প্রশাসন ব্রাজিলীয় অনেক পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে এবং দেশটির সুপ্রিম কোর্টের একজন শীর্ষ বিচারকসহ কয়েকজন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×