প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান


প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান

চীনের উৎক্ষেপণ কেন্দ্র থেকে পাকিস্তান তাদের প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট (এইচএস-১) উৎক্ষেপণ করেছে। দেশটির মহাকাশ সংস্থা এটিকে “যুগান্তকারী সাফল্য” হিসেবে অভিহিত করেছে।

রোববার পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) জানিয়েছে, দেশের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন। চীন থেকে সফলভাবে উৎক্ষেপণ হওয়া এইচএস-১ দেশটির মহাকাশ গবেষণার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

স্যাটেলাইটের প্রযুক্তি সম্পর্কে জানানো হয়েছে, “এইচএস-১ স্যাটেলাইট শত শত সরু আলোকরশ্মি ব্যবহার করে অতি-নির্ভুল হাইপারস্পেকট্রাল চিত্র ধারণ করবে। এটি ভূমি, গাছপালা, জল ও নগর অঞ্চলের বৈশিষ্ট্য বিশ্লেষণে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই উন্নত প্রযুক্তি নির্ভুল কৃষি, পরিবেশ মনিটরিং, নগর পরিকল্পনা এবং দুর্যোগ ব্যবস্থাপনায়ে পাকিস্তানের জন্য সহায়ক হবে। এছাড়াও, এইচএস-১ ফসলের স্বাস্থ্য, মাটির আর্দ্রতা এবং পানির মান নিরীক্ষণ করবে। বন উজাড়, দূষণ এবং হিমবাহ গলনের পর্যবেক্ষণেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।

পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার স্যাটেলাইট উৎক্ষেপণে অংশ নেওয়া পাকিস্তানি ও চীনা বিজ্ঞানী এবং প্রযুক্তি দলের প্রশংসা করেছেন।

এর আগে, ১৫ অক্টোবর সুপারকো চীনের জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে এইচএস-১ উৎক্ষেপণের পরিকল্পনা ঘোষণা করেছিল।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×