সরকারি নিষেধাজ্ঞা শেষে আজ থেকে বাজারে আবারও মিলবে ইলিশ
- নিউজ ডেস্ক
- প্রকাশঃ ০২:৩০ এম, ২৬ অক্টোবর ২০২৫
২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে আজ রবিবার থেকে বাজারে আবারও মিলবে ইলিশ। মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, যা শনিবার দিবাগত রাত ১২টায় শেষ হয়েছে। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই হাজারো জেলে নেমেছেন নদীতে ইলিশ ধরতে।
সরকার গত ৪ অক্টোবর থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছিল। এবারের সময়সূচিতে আশ্বিনী পূর্ণিমার আগের চার দিন এবং অমাবস্যার পরের তিন দিনকে অন্তর্ভুক্ত করা হয়, যাতে মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পারে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর পরামর্শে এই সময় নির্ধারণ করা হয়। গবেষকদের মতে, পূর্ণিমা ও অমাবস্যা উভয় সময়ই ইলিশের প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দুটি পর্যায়কে অন্তর্ভুক্ত করে নিষেধাজ্ঞার সময়সীমা ঠিক করা হয়, যাতে প্রজননের সাফল্য সর্বোচ্চ মাত্রায় পৌঁছায়।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্যানুযায়ী, ২০২৪ সালের এই ২২ দিনের নিষেধাজ্ঞার ফলে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পেরেছে। এর মাধ্যমে প্রায় ৪৪ দশমিক ২৫ হাজার কোটি জাটকা বা রেণু ইলিশ উৎপন্ন হয়েছে, যা ভবিষ্যতে পূর্ণবয়স্ক ইলিশে পরিণত হবে।
মৎস্য বিভাগ জানিয়েছে, এ বছর নিষেধাজ্ঞা চলাকালে নদীতে কঠোর নজরদারি ও অভিযান পরিচালনা করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের ফলে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।