বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশে আঘাত হানবে মঙ্গলবার


বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড় অন্ধ্রপ্রদেশে আঘাত হানবে মঙ্গলবার

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে। অনুমান করা হচ্ছে, এটি আগামী সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেবে এবং পরের দিন মঙ্গলবার (২৮ অক্টোবর) ভারতের কাকিনাদা উপকূলে আছড়ে পড়বে।

নতুন ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘মন্থা’, যা এসেছে থাইল্যান্ডের প্রস্তাবিত নাম থেকে।

ভারতের সংবাদমাধ্যম ডেকানক্রনিকেল জানিয়েছে, ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি মঙ্গলবার সন্ধ্যায় কাকিনাদা উপকূলে আছড়ে পড়বে। তখন ঝড়ের বাতাসের গতি ৯০–১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা হবে।

আইএমডি আরও জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপটি প্রতি ঘণ্টায় ৭ কিলোমিটার গতিতে পূর্বদিকে অগ্রসর হচ্ছে। অবস্থান অনুযায়ী এটি আন্দামান ও নিকোবারের ব্লেয়ার বন্দর থেকে ৪৪০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে, বিশাখাপত্তম থেকে ৯৭০ কিমি দক্ষিণপূর্বে, চেন্নাই থেকে ৯৭০ কিমি পূর্ব-দক্ষিণপূর্বে, কাকিনাদা থেকে ৯৯০ কিমি দক্ষিণপূর্বে এবং ওড়িশার গোপালপুর থেকে ১০৪০ কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থান করছে।

ধারণা করা হচ্ছে, নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। রোববার এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এরপর উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সন্ধ্যায় প্রবল ঘূর্ণিঝড় হিসেবে কাকিনাদা উপকূল অতিক্রম করবে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×