জুলাই আন্দোলনে শহীদরা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শহীদ: রেজাউল করিম


জুলাই আন্দোলনে শহীদরা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শহীদ: রেজাউল করিম

জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ২৪ জুলাইয়ের আন্দোলনের শহীদরা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীর শহীদ, আর যারা লড়াই করেছে তারা নতুন বাংলাদেশের মুক্তিযোদ্ধা। কিন্তু সেই মুক্তিযোদ্ধারা (জুলাইযোদ্ধা) যখন চাঁদাবাজি করে, তখন আমাদের কষ্ট লাগে; তারা যখন আমাদের প্রবীণদের অপমান করে, তখন আমরা ব্যথিত হই; আর যখন তারা পড়ালেখার পরিবর্তে অহংকারে অন্যের জায়গায় বসে পরিচয় দেয়, তখন আমরা লজ্জিত হই।

শনিবার দুপুরে (২৫ অক্টোবর) লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের ঐতিহ্য কনভেনশন সেন্টারের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে পলিটেকনিক শিবির।

ড. রেজাউল করিম বলেন, মেধাবীরা যদি চরিত্রহীন হয়, তাহলে সেই মেধাই জাতির জন্য অভিশাপ। আমাদের দেশ দুর্নীতিতে চারবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল—রিকশাচালক বা শ্রমিকরা নয়, দায়ী ছিল শিক্ষিত কিন্তু চরিত্রহীন মানুষরা। ওই সচিব, ওই আমলা, ওই ডিসি, ওই ইউএনও—আমার মতো রাজনীতিবিদ যারা কমিশন নিয়েছে, তারাই দায়ী।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের পর সবচেয়ে আলোচিত শব্দ হলো ‘চাঁদাবাজি’। আমরা আজ শপথ নিতে চাই—যদি আমি নিজে চাঁদাবাজির সঙ্গে যুক্ত থাকি, তবে আমাকেই আগে বাদ দিও। যারা রাজনীতিবিদ হয়ে দেশকে শাসন করবে, তারা যদি দুর্নীতি, চাঁদাবাজি, অস্ত্রবাজি করে কিংবা অন্যের জীবনে মাদক বা অস্ত্র ঢুকিয়ে দেয়, তবে তাদের বিরুদ্ধে ‘না’ বলার প্রস্তুতি থাকতে হবে।
রেজাউল করিম বলেন, আমরা ১৯৭১ দেখিনি, কিন্তু ২০২৪ দেখেছি। নতুন প্রজন্ম বৈষম্য, অন্যায়, স্বৈরশাসন ও দুর্নীতির বিরুদ্ধে নিজের জীবন উৎসর্গ করেছে এবং স্বৈরাচারমুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে।

তিনি আরও অভিযোগ করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের এক উপমন্ত্রী লন্ডনে ২৬৬টি বাড়ি কিনেছে জনগণের অর্থে। ৫৪ বছরের বাংলাদেশে অনেক এমপি-মন্ত্রী বিদেশে বাড়ি বানিয়েছে, বেগমপাড়া তৈরি করেছে—কিন্তু তাদের মধ্যে আল্লাহভীতি ছিল না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পলিটেকনিক ইনস্টিটিউট শিবিরের সভাপতি শাহাদাত হোসেন আরমান, প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম। সঞ্চালনা করেন পলিটেকনিক ইনস্টিটিউট শিবিরের সেক্রেটারি আব্দুল্লাহ আল মারুফ।
বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি একেএম ফরিদ উদ্দিন, জেলা কমিটির সেক্রেটারি আব্দুর রহমান প্রমুখ।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×