নাটোরে ১৩.৫ টন বন্দুকের গুলির খোসা উদ্ধার


নাটোরে ১৩.৫ টন বন্দুকের গুলির খোসা উদ্ধার

বড়াইগ্রামের আহমেদপুর বাজারে অবস্থিত ‘শিহাব এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ১৩.৫ টন সরকারি বন্দুকের গুলির খোসা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানটি শনিবার (২৫ অক্টোবর) দুপুরে সম্পন্ন হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নাটোর পুলিশ সুপার তরিকুল ইসলাম ও অন্যান্য যৌথ বাহিনীর সদস্যরা।

প্রতিষ্ঠানের মালিক শিহাব হোসেন (৩৫) দাবি করেছেন, তিনি এসব গুলির খোসা সম্পূর্ণ বৈধভাবে সরকারি নিলামের মাধ্যমে ক্রয় করেছেন। তিনি বলেন, “আমার সব কাগজপত্র বৈধ। ঢাকা রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট থেকে সরকারি নিলামের মাধ্যমে একটি প্রতিষ্ঠান এই গুলির খোসা ক্রয় করেছিল, আমি সেই প্রতিষ্ঠানের কাছ থেকে পুনরায় বৈধভাবে কিনেছি। সব নথি আমি সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের কাছে দেখিয়েছি।”

পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি সন্দেহজনক মনে হলেও যাচাই-বাছাই শেষে দেখা গেছে, শিহাব এন্টারপ্রাইজ বৈধ প্রক্রিয়ায় খোসাগুলো ক্রয় করেছে। তিনি বলেন, “প্রায় ১৩.৫ টন সরকারি বন্দুকের খোসা উদ্ধার হয়েছে, তবে কাগজপত্র যাচাই করার পর বোঝা গেছে সবকিছু বৈধ।”

ঘটনাটি প্রকাশিত হলে এলাকার মানুষজনের মধ্যে সাময়িক চাঞ্চল্য দেখা দিয়েছিল। তবে পরবর্তীতে বিষয়টি পরিষ্কার হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বর্তমানে গুলির খোসাগুলো গোডাউনে সংরক্ষিত আছে।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×