অবৈধভাবে বালু উত্তোলন, ম্যাজিস্ট্রেট দেখে পালালেন বিএনপি নেতা


অবৈধভাবে বালু উত্তোলন, ম্যাজিস্ট্রেট দেখে পালালেন বিএনপি নেতা

নোয়াখালীর সেনবাগে সরকারি খাস জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ম্যাজিস্ট্রেটকে দেখে পালিয়ে গেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাকায়েত লিটন। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের গাজীরহাট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাকায়েত লিটন দুই দিন ধরে সরকারি খাস জমি থেকে বালু উত্তোলন করে আসছিলেন। এ বিষয়ে অভিযোগ পেয়ে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার অভিযান পরিচালনা করেন।

সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থলে অ্যাডভোকেট সাকায়েত লিটন উপস্থিত ছিলেন। তবে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন। প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করেও তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিসহ একাধিক ব্যক্তি তাকে ফোন দিলেও তিনি আর ফিরে আসেননি।

পরে ইউএনও অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মেশিনের মালিক আবুল বাশারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন।

স্থানীয়রা জানান, বিএনপির পরিচয় দিয়ে একই স্থান থেকে জুলাই মাসে বালু উত্তোলন করেন সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাকায়েত লিটন। তখন সেনাবাহিনীর হস্তক্ষেপে বন্ধ হয়। কিন্তু কিছু দিন না যেতেই তিনি সেখানে বালু উত্তোলন করেন। আজকে ইউএনও আসার পর উনি পালিয়ে যান। 

অভিযোগের বিষয় জানতে তার মুঠোফোনে কল দিলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে কিছুক্ষণ শুনে বলেন, আমি মাইজদী আছি। আমি বালু উত্তোলন করি নাই। তারপর তিনি কল কেটে দেন।

এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটওয়ারী বলেন, বিএনপি পরিচয় দিয়ে নয়, উনি আইনের লোক। উনি আইনজীবী হয়ে যদি বেআইনি কাজ করেন উনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। দলের পরিচয় দিয়ে কেউ অন্যায় করলে আমরা তা সাপোর্ট করবো না।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তার বলেন, অ্যাডভোকেট সাকায়েত লিটনকে একাধিকবার ফোন দিলেও তিনি আসেননি। প্রায় দুই ঘণ্টা সেখানে ছিলাম আমরা। তারপর ড্রেজার মেশিনের মালিক আবুল বাশারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×