ট্রাম্প বলছে কথা হয়েছে, ভারত বলছে ‘মোদি-ট্রাম্প ফোনালাপ হয়নি’
- আন্তর্জাতিক ডেস্ক
- প্রকাশঃ ১১:৪১ এম, ১৭ অক্টোবর ২০২৫

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে কূটনৈতিক বিতর্ক। তিনি দাবি করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে আর তেল কিনবে না। যদিও তিনি এ-ও বলেন, "তেল কেনা সঙ্গে সঙ্গে বন্ধ হবে না, কারণ কিছু প্রক্রিয়াগত জটিলতা রয়েছে, তবে তা দ্রুত শেষ হয়ে যাবে।"
তবে ট্রাম্পের এই মন্তব্য সরাসরি নাকচ করে দিয়েছে ভারত। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানান, “টেলিফোনে আলাপের বিষয়ে আমি এইটুকু বলতে পারি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে কোনো আলোচনা হয়নি।”
এর আগে, বৃহস্পতিবার সকালেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জ্বালানি আমদানির ক্ষেত্রে ভারত সবসময় নিজস্ব স্বার্থকেই অগ্রাধিকার দেয়। মন্ত্রণালয় বলেছে, “তেল ও গ্যাস আমদানিতে ভারতের নীতি সর্বদা দেশের এবং জনগণের স্বার্থরক্ষায় পরিচালিত হয়। আমদানির সিদ্ধান্তগুলো এই নীতির ওপর ভিত্তি করেই নেওয়া হয়। এখানে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মূল্য ও সরবরাহের স্থিতিশীলতা।”
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল ও অন্যান্য জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছি। গত এক দশকে এই সম্পর্ক কিছুটা অগ্রসর হয়েছে। বর্তমান প্রশাসন ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় এবং এ নিয়ে আলোচনা চলছে।”
ভারত-যুক্তরাষ্ট্রের কৌশলগত জ্বালানি অংশীদারত্বের পটভূমিতে এই বিবৃতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, বিশেষ করে যখন রাশিয়া থেকে তেল আমদানিকে ঘিরে আন্তর্জাতিক পর্যায়ে চাপ বাড়ছে। তবে স্পষ্টভাবে জানিয়ে দিল্লি বুঝিয়ে দিল, মোদি-ট্রাম্পের মধ্যে এ নিয়ে কোনো ফোনালাপ হয়নি এবং তেলের বিষয়ে ভারতের সিদ্ধান্ত নিজের প্রয়োজনেই নেওয়া হয়।