ইউক্রেন যুদ্ধ

ইউক্রেন যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছেন পুতিন-ট্রাম্প


ইউক্রেন যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছেন পুতিন-ট্রাম্প

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানের পথ তৈরি হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন আলোচনার মাধ্যমে। দুই নেতার সাম্প্রতিক ফোনালাপকে "খুবই ভালো ও অত্যন্ত ফলপ্রসূ" আখ্যা দিয়ে হোয়াইট হাউস জানিয়েছে, আগামী সপ্তাহে একটি উচ্চপর্যায়ের বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে।

বৃহস্পতিবার ১৬ অক্টোবর হোয়াইট হাউসের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ট্রাম্প ও পুতিন সম্ভাব্য এক সরাসরি সাক্ষাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন, যার ভেন্যু হিসেবে বিবেচনায় রয়েছে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট। যদিও এখনো সুনির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

ফোনালাপের পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "আমি বিশ্বাস করি যে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অগ্রগতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তির জন্য আলোচনা শুরু করতে সহায়তা করবে।"

তিনি আরও জানান, বৈঠকে যুদ্ধ-পরবর্তী বাণিজ্যিক সম্পর্ক নিয়েও আলোচনা হবে। আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া আগামী সপ্তাহে তাদের শীর্ষ উপদেষ্টাদের প্রেরণ করবে। মার্কিন প্রতিনিধিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

ট্রাম্প জানান, পুতিন তাকে মধ্যপ্রাচ্যে শান্তি উদ্যোগে ভূমিকার জন্য প্রশংসা করেছেন।

"আমি বিশ্বাস করি, ফোনালাপটি বাস্তব অগ্রগতি সৃষ্টির একটি সূচনা," বলেন ট্রাম্প। তিনি যোগ করেন, "পুতিনের সঙ্গে সাক্ষাৎ করার মাধ্যমে এই কলঙ্কজনক যুদ্ধ শেষ করার বিকল্প অন্বেষণ করব।"

এছাড়া ট্রাম্প জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তিনি শুক্রবার হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। বৈঠকে পুতিনের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয় ছাড়াও, অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি।

সূত্র: শাফাক নিউজ

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×