ইউক্রেনে এক রাতে ৩০০টির বেশি ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার হামলা


ইউক্রেনে এক রাতে ৩০০টির বেশি ড্রোন-ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার হামলা

ইউক্রেনজুড়ে একরাতেই রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে যুদ্ধক্ষেত্র। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতে, বুধবার রাতভর চলা এই সমন্বিত হামলায় ৩০০টিরও বেশি ড্রোন এবং ৩৭টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া।

রুশ বাহিনী ইউক্রেনের মধ্যাঞ্চলের ভিনিতসিয়া ও পোলতাভা এলাকায় বড় পরিসরের হামলা চালায়। এছাড়াও দেশটির উত্তরাঞ্চলের সুমি ও খারকিভ অঞ্চলেও হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছিল বলে জানান জেলেনস্কি।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রাশিয়ার নিক্ষিপ্ত ৩৭টি ড্রোন এবং ১৪টি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তবে তারা সফলভাবে ২৮৩টি ড্রোন এবং পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলমান রয়েছে সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে। শীতকালে বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালানো রাশিয়ার একটি কৌশলগত চাপে পরিণত হয়েছে, যা নিয়মিতভাবে মস্কো ব্যবহার করে আসছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় গ্যাস কোম্পানি নাফতোগ্যাসের প্রধান নির্বাহী সের্গি কোরেতস্কি সতর্ক করে বলেন, “শুধু চলতি মাসেই গ্যাস অবকাঠামোর ওপর ছয়টি বড় হামলা হয়েছে, যা দেশের গ্যাস উৎপাদনে বড় প্রভাব ফেলেছে।”

এই সর্বশেষ হামলা আবারও রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের জ্বালানি খাতকে পঙ্গু করে তোলার প্রচেষ্টারই ধারাবাহিকতা বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন [email protected] ঠিকানায়।
×